পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মোতাবেক, আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আবহাওয়া থাকতে পারে যথাক্রমে ২৮ ডিগ্রি ও ২১ ডিগ্রির আশেপাশে। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি।
শীতের এমন মুখচোরা পরিস্থিতিতে রাত পোহালেই রয়েছে সরস্বতী পুজো। বাঙালি চার-পাঁচ বছর আগেও এই দিন দাঁতকপাটি ঠান্ডা সহ্য করে এসেছে। তবে এবার সরস্বতী পুজোয় ঠান্ডার তেমন প্রকোপ দেখার সম্ভাবনা কম। আগামীকাল, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকতে পারে। তবে, রবি ও সোমবার সরস্বতী পুজোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস।