দেশ

প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, পিএফের টাকা তছরুপের অভিযোগ

বেঙ্গালুরু: সংস্থার কর্মচারীদের থেকে সময়মতো টাকা কাটা হয়েছে। অথচ তা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের তহবিলে জমা করা হয়নি। এমনই অভিযোগে এবার বিপাকে রবিন উথাপ্পা। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। তাঁর বিরুদ্ধে প্রায় ২৪ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। উথাপ্পাকে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে এই বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বেঙ্গালুরুতে উথাপ্পার একটি পোশাক নির্মাণকারী কোম্পানি রয়েছে। অভিযোগ, ইপিএফের তহবিলে টাকা জমা দেয়নি ওই সংস্থা। বকেয়ার পরিমাণ ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটারকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে। সময়মতো টাকা জমা না দিলে তাঁকে গ্রেপ্তারও করা হতে পারে। গত ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আঞ্চলিক পিএফ কমিশনার সদাক্ষরী গোপাল রেড্ডি। পুলিসকে দেওয়া চিঠিতে তিনি জানান, টাকা বকেয়া থাকায় সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের পিএফ অ্যাকাউন্টের কাজ আটকে রয়েছে।
পুলকেশিনগর থানার পুলিসকে এবিষয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন রেড্ডি। তবে ইতিমধ্যে রেড্ডিকে গ্রেপ্তারি পরোয়ানা ফিরিয়ে দেওয়া হয়েছে। এবিষয় এক পুলিস অফিসার বলেন, ‘পুলকেশনগরের বাড়িতে উথাপ্পাকে পাওয়া যায়নি। তদন্তে জানা গিয়েছে, উনি বাড়িটি এক বছর আগেই ছেড়ে দিয়েছিলেন। বিষয়টি তদন্তকারী অফিসারকে জানানো হয়েছে।’ প্রসঙ্গত, ২০০৭ সালের টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এই ক্রিকেটার বর্তমানে থাকেন দুবাইয়ে।
11h 11m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা