দেশ

বালুকে ‘দুর্নীতির গঙ্গাসাগর’ আখ্যা দিল ইডি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (বালু) ‘দুর্নীতির গঙ্গাসাগর’ বলে আখ্যা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার কলকাতা নগর দায়রার ইডির বিশেষ কোর্টে ছিল বালুর জামিনের শুনানি। এর আগে এনিয়ে একপ্রস্থ শুনানি আগেই হয়ে ছিল। তাতে অংশ নিয়েছিলেন বালুর কৌঁসুলিরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামিনের বিরোধিতা করেন তদন্তকারী সংস্থা ইডির কৌঁসুলি। তাঁর অভিযোগ, এই অভিযুক্ত হলেন দুর্নীতিকারীদের গন্তব্যস্থল, ডেস্টিনেশন। প্রাক্তন মন্ত্রীকে রেশন দুর্নীতির ‘রিং মাষ্টার’ বলেও অভিহিত করেন ইডির কৌঁসুলি। যদিও তার জোরালো আপত্তি জানান বালুর আইনজীবীরা। কিন্তু আদালতে ‌ই঩ডির বক্তব্য, সাগরে যেমন নানা শাখা প্রশাখা এসে মেশে, তেমনই এই রেশন দুর্নীতির ক্ষেত্রে নানা পথ ঘুরে নানা শাখা প্রশাখা এসেছে মিশেছে ওই মন্ত্রীর কাছে, উনি যেন দুর্নীতির গঙ্গাসাগর! আদালতে ইডির অভিযোগ, কোনও ঘটনার ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যে আসে না। পিছন থেকে তারা যাবতীয় কলকাঠি নাড়ে। এদিনও ইডি জামিনের বিরোধিতা করে অভিযুক্তকে প্রভাবশালী আখ্যা দেয়। জামিন পেলে মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা চালাতে পারেন। যদিও প্রভাবশালী তত্ত্বের অভিযোগের আপত্তি তোলেন বালুর আইনজীবীরা। তাঁদের কথায়, আমাদের মক্কেল এখন মন্ত্রী নেই। কোন পদেও নেই। তাহলে কি করে উনি প্রভাবশালী হলেন? তার প্রত্যুত্তরে ইডির দাবি, উনি কিং মেকার। ফলে ওঁনার পক্ষে মামলাকে প্রভাবিত করার চেষ্টা কোনও অসম্ভব নয়। এদিন ইডির শুনানি অসমাপ্ত থাকে। আগামী ২ জানুয়ারি ফের শুনানির দিন ধার্য হয়েছে।                                                                                                         
10h 10m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা