দক্ষিণবঙ্গ

মুর্শিদাবাদ জেলাজুড়ে ইন্টারনেট বন্ধের প্রভাব, রান্নার গ্যাস সরবরাহ বন্ধের আশঙ্কা জেলার বাসিন্দাদের

সংবাদদাতা, কান্দি: মুর্শিদাবাদের একটি এলাকায় বিশৃঙ্খলার কারণে জেলাজুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট না থাকায় প্রশাসনিক কাজকর্ম তো লাটে উঠেইছে, সঙ্গে দুর্ভোগ দেখা দিচ্ছে গৃহস্থের হেঁশেলেও। ইন্টারনেট না থাকায় থমকে গিয়েছে গ্যাস সিলিন্ডার বুকিং প্রক্রিয়া। শুধুমাত্র আইভিআর ছাড়া গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের সমস্ত মাধ্যম পুরোপুরিভাবে থমকে গিয়েছে। ফলে সিলিন্ডার বুক করতে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। শুধু গ্রাহকরা নয়, ইন্টারনেট বন্ধের জেরে গ্যাসের সিলিন্ডার ডেলিভারি দিতেও সমস্যা হচ্ছে এজেন্সিগুলোর। সিলিন্ডার ডেলিভারি দেওয়ার পরেও সার্ভারে আপডেট দেওয়া যাচ্ছে না। ফলে গুদামে ফাঁকা সিলিন্ডার বাড়লেও সার্ভারে দেখা যাচ্ছে ফুল। 
গ্যাস সিলিন্ডার সরবরাহকারী এজেন্সিগুলির দাবি, দু’টি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের প্রথম পছন্দ অনলাইন প্রক্রিয়া। বিভিন্ন অ্যাপে কনজিউমার আইডি দিলে নিমেষে বুক করা যায় গ্যাস সিলিন্ডার। 
এরপরে ওই বুকিংয়ের ভিত্তিতে এজেন্সিগুলি নির্দিষ্ট জায়গায় গ্যাস ডেলিভারি দেয়। গ্যাস ভর্তি সিলিন্ডার ডেলিভারি দেওয়ার পর ওটিপি সাবমিট করার পর শেষ হয় পুরো প্রক্রিয়া। তা আপডেট হয় এজেন্সি সার্ভারে। কিন্তু ইন্টারনেট না থাকায় আপাতত ওই প্রক্রিয়া পুরোপুরি থমকে গিয়েছে। ইন্টারনেট না থাকায় অনলাইনে সিলিন্ডার বুক করতে পারছেন না গ্রাহকরা। এমনকি এজেন্সির আউটলেটেও গ্যাস বুকিং করা যাচ্ছে না। শুধুমাত্র আইভিআর অর্থাৎ কলের মাধ্যমেই সিলিন্ডার বুক করতে পারছেন। তবে সেক্ষেত্রে গ্রাহকরা বুকিং করতে পারলেও এজেন্সিগুলি পড়ছে ফ্যাসাদে। কারণ ডেলিভারি দেওয়ার পরে ওই ওটিপি আপডেট করতে হয় তাঁদের সার্ভারে। কিন্তু ইন্টারনেট না থাকায় তা করা যাচ্ছে না। 
ডোমকল মহকুমার একটি গ্যাস এজেন্সির সঙ্গে কথা বলে যা জানা গেল, তাঁদের এজেন্সি থেকে প্রতিদিন গড়পরতা ৩৫০টি সিলিন্ডার বিলি করা হয়ে থাকে। তবে একটানা ইন্টারনেটের সমস্যায় তা কমে ঠেকেছে নব্বইয়ের ঘরে। রানিনগরের একটি গ্যাস এজেন্সির মালিক গোলাম নুরুজ্জামান বলেন, ইন্টারনেটের এই সমস্যার জেরে আমরা ব্যাপকভাবে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। 
এইভাবে একটানা ইন্টারনেট বন্ধ থাকলে আগামী দিনে গ্যাস ডেলিভারি বন্ধ করে দিতে হবে। তবে এক্ষেত্রে সবথেকে বেশি সমস্যায় পড়ছে স্কুলগুলি। 
মিড ডে মিলের জন্য আমরা তাঁদের গ্যাস ডেলিভারি করছি পুরোপুরি ম্যানুয়ালভাবে। পরিস্থিতি এরকম থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। সাগরপাড়ার স্কুল শিক্ষক ইব্রাহিম শেখ বলেন, আপাতত আমাদের কাছে কয়েকটি সিলিন্ডার মজুত থাকায় এখনও সমস্যা হয়নি। তবে দিন কয়েক এইভাবে চললে মিড ডে মিল চালাতে ব্যাপক সমস্যায় পড়তে হবে।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা