দক্ষিণবঙ্গ

জঙ্গিপুর হাসপাতাল চত্বর থেকে রোগীর আত্মীয়ের বাইক চুরি

সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বর থেকে এক রোগীর আত্মীয়ের বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে অসুস্থ বউদিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন রঘুনাথগঞ্জের মহম্মদপুরের ইব্রাহিম শেখ। তারপরই ওষুধ কিনতে যাওয়ার জন্য বাইরে এসে দেখেন, বাইকটি নেই। হাসপাতাল চত্বরের এদিক সেদিক খুঁজেও তিনি বাইকটি পাননি। এদিকে অসুস্থ বউদির জন্য প্রয়োজন ছিল ইমার্জেন্সি ওষুধ। তাই হেঁটেই পাশের দোকানে গিয়ে ওষুধ কিনে আনেন। তারপরই বিষয়টি রঘুনাথগঞ্জ থানায় জানান। খবর পেয়ে রাতেই হাসপাতালে আসে পুলিস। রাতেই থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিসকে বিষয়টি জানায়। যদিও বাইকটির কোনও হদিশ মেলেনি।
পুলিস জানিয়েছে, বাইকটির খোঁজ চলছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীকে চিহ্নিতকরণের চেষ্টা করা হচ্ছে। আশাকরি খুব শীঘ্রই অপরাধীকে গ্রেপ্তার করতে পারব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ইব্রাহিমের বউদি অসুস্থ হয়ে পড়েন। সাড়ে ১১টা নাগাদ তাঁকে গাড়ি করে হাসপাতালে আনা হয়। ইব্রাহিম বাইকে হাসপাতালে পৌঁছন। বাইকটি ইমার্জেন্সি গেটের পাশে রেখে তিনি হাসপাতালের ভিতরে যান। বউদিকে ভর্তি করে প্রায় আধ ঘণ্টা পর ওষুধ কিনতে যাওয়ার জন্য বাইরে এসে হতভম্ব হয়ে যান। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা