দক্ষিণবঙ্গ

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি কাণ্ডে ধৃত ৭

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গত ছ’মাস ধরে লাগাতার মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনা ঘটছিল মুর্শিদাবাদে। অবশেষে শুক্রবার সকালে শক্তিপুর থানার পুলিস এই গ্যাংয়ের সাতজনকে গ্রেপ্তার করল। উদ্ধার হয়েছে ১২টি ব্যাটারি ও নগদ ৫০ হাজার টাকা। ধৃতদের শুক্রবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক ১০দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ, হরিহরপাড়া ও বহরমপুর থানা এলাকায়। কতদিন ধরে তারা এই কারবার চালাচ্ছে, সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। 
উল্লেখ্য, গত ছ’মাসে জেলার বিভিন্ন থানায় প্রায় ৩০ লক্ষ টাকার ব্যাটারি চুরির অভিযোগ হয়। নভেম্বরের প্রথম সপ্তাহেও শক্তিপুরের বাজারসৌ এলাকার একটি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি যায়। শক্তিপুর থানার পুলিস তদন্তে নামে। মুর্শিদাবাদ জেলা পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) ও থানার তদন্তকারী অফিসাররা যৌথভাবে অভিযান চালিয়ে এদিন ব্যাটারি চুরি গ্যাংয়ের সাতজনকে গ্রেপ্তার করেছে। 
বেলডাঙার এসডিপিও মাহতাসিম আখতার বলেন, মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করি। সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছ’জন মোবাইলের ব্যাটারি চুরি করে সেগুলি বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। ওই গ্যাংয়ের মধ্যে একজন রিসিভারকে আমরা পেয়েছি। তার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। সে ব্যাটারি কিনতে এসেছিল। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করি। এই গ্যাংয়ের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। শক্তিপুর ছাড়াও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছিল। গত ৩০ অক্টোবর বড়ঞা থানা এলাকার একটি টাওয়ার থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা