দক্ষিণবঙ্গ

দাঁইহাটের রাস উৎসবের মূল আকর্ষণ বড় মা কালীর পুজো

সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাটে রাস উৎসবে লাগল দীপাবলির ছোঁয়া। রাস দাঁইহাট শহরের ব্যতিক্রমী বড় মা কালীর পুজো ঘিরে মাতোয়ারা শহরের বাসিন্দারা। তবে দক্ষিণা কালী হিসেবে পূজিত প্রাচীন এই কালীকে অমবস্যার বদলে রাস পূর্ণিমায় বৈষ্ণব মতে পুজো করা হয়। রাস উৎসবের সঙ্গেই এই কালীপুজোকে ঘিরে মেতে উঠেছেন দাঁইহাট শহরের বাসিন্দারা ।  কালীপুজো সাধারণত অমাবস্যার রাতে হয়। ব্যতিক্রম দাঁইহাটের বড় মা কালী। প্রায় ৪০০ বছরের প্রাচীন এই পুজো। দাঁইহাটের বিখ্যাত শিল্পী নবীন ভাস্কর, যিনি ১৮৫৫ সালে রানি রাসমণির বরাত পেয়ে মা ভবতারিণীর মূর্তি নির্মাণ করেছিলেন, তাঁরই পূর্বপুরুষদের পারিবারিক পাথর কাটার কারখানায় বড় মা কালীর পুজো শুরু হয়। বড় মা কালী পুজো কমিটির এক কর্মকর্তা প্রবীররঞ্জন দত্ত বলেন, ভাস্করদের কারখানায় কোনও এক তন্ত্র সাধকের হাত ধরেই পুজোর শুরু। সেই পুজো বর্তমানে বারোয়ারি পুজোয় পরিণত হয়েছে। পুরনো রীতি মেনেই আমরা বড় কালীর আরাধনা করি। এখানে বলি হয় না।কার্তিকী পূর্ণিমাতেই আগে কালীপুজো হতো। পরে কার্তিকী অমাবস্যাতে পুজো হয়। যেহেতু নবদ্বীপ, দাঁইহাট এক সময়ে বাণিজ্যের প্রধান জায়গা ছিল, তাই নবদ্বীপের অনুকরণে কার্তিকী পূর্ণিমাতেই বড় কালীর পুজো হতো। এখন সেটা রাস পূর্ণিমায় হয়। শুক্রবার দাঁইহাটে রাস উৎসবে মেতে ওঠেন বাসিন্দারা। পুলিস অফিসার, সিভিক ভলান্টিয়ার মিলিয়ে প্রায় দেড় হাজার কর্মী মোতায়েন করা হয়েছে উৎসব উপলক্ষ্যে। সুষ্ঠুভাবে রাস উৎসব পালনের জন্য পুলিস-প্রশাসন পুজো কমিটিগুলির কাছে আহ্বান জানায়। শহরকে রঙিন আলোয় সাজিয়ে তুলছেন পুজো উদ্যোক্তারা। তবে বড় মা কালীর পুজোই রাস উৎসবের মূল আকর্ষণ। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষের ভিড় জমে এই পুজোয়।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা