দক্ষিণবঙ্গ

দাঁইহাটে ইন্দিরা সঙ্ঘের রাস উৎসবে সম্প্রীতির নজির

সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাটের রাস উৎসবে ১৫বছর ধরে পুজোর দায়িত্ব সামলান মীর আবুল কাশেম। মণ্ডপসজ্জা থেকে শুরু করে থিমের পুরো দায়িত্বই তাঁর কাঁধে। শহরের ইন্দিরা স্মৃতি সঙ্ঘের রাস উৎসবে সম্প্রীতির এই নজির দেখা যায়।
ইন্দিরা স্মৃতি সঙ্ঘের রাস উৎসব এবার ৪৮বছরে পা দিল। এবারও তারা বিগ বাজেটের পুজোর আয়োজন করেছে। নারায়ণের জ্ঞানচক্রের সাতটি উপদেশকে ঘিরে তাঁদের থিমের মণ্ডপ গড়ে তোলা হয়েছে। ১৫বছর ধরে এই পুজোর সম্পাদকের পদ সামলাচ্ছেন মুসলিম যুবক মীর আবুল কাশেম ওরফে বাবুল। পেশায় তিনি কাটোয়া মহকুমা আদালতের ল’ক্লার্ক। তবে রাস উৎসবের সময় তাঁর নাওয়াখাওয়ার সময় নেই। তিনি বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। তাই আমরা সবাই মিলে রাস উৎসব আয়োজন করি। এবার আমাদের বাজেট ৩ লক্ষ টাকা।
পুজো কমিটির অপর এক সদস্য বলেন, আমাদের কাছে জাতি, ধর্ম, বর্ণ প্রাধ্যান্য পায় না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব আয়োজন করি। ফাইবার কাস্টিং ও ফোম দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। মনীষীদের কিছু মূল্যবান উপদেশ মণ্ডপে দেখা যাবে।
পাইকপাড়া জীতেন্দ্র স্মৃতি সঙ্ঘের এবারের থিম ‘পদ্মনাভ নারায়ণের অনন্তশয্যা’। বাজেট দু’লক্ষের বেশি। নটরাজ ক্লাবের এবারের থিম ‘মহাদেবের আবাস’। কৈলাস পর্বতের আদলে মণ্ডপ গড়ে তোলা হয়েছে। হর-পার্বতীর বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে।
আজ শনিবার রাসের শোভাযাত্রা। দাঁইহাটের কেন্দ্রীয় রাস কমিটির তরফে সন্দীপ দাস বলেন, এবছর এখনও অবধি ৭১টি পুজোর অনুমোদন নেওয়া হয়েছে। শোভাযাত্রায় থাকছে ৪৯টি পুজো। দাঁইহাটের রাসের শোভাযাত্রার রুট বাড়ানো হয়েছে। পুরনো রুটে হাইস্কুল মোড়, সিনেমা হল মোড়, রেনবো ক্লাব মোড়, সমাজবাটি মোড়, গঙ্গারাস্তা মোড়, শীতলাতলা মোড় হয়ে রাজবাড়ি মোড় ও পুরাতন ব্যাঙ্ক মোড় দিয়ে প্রায় ৩কিমি রাস্তায় শোভাযাত্রা হতো। এবার তাতে যোগ হয়েছে দেওয়ানগঞ্জ মোড় হয়ে মন্তেশ্বর রোড, বাসস্ট্যান্ড রোড। শোভাযাত্রা ঘিরে প্রচুর পুলিস মোতায়েন করা হবে।
আধুনিক আলোর রোশনাই, প্রতিমা নিয়ে বিভিন্ন ক্লাব পাল্লা দিয়ে রাসে অংশগ্রহণ করেছে। রাজ্যের সেরা বাজনা নিয়েও দু’দিন ধরে রাতভর ক্লাবগুলির প্রতিযোগিতা চলবে। বিভিন্ন ক্লাবের চার-পাঁচটি দলের বিভিন্ন বাজনা, আলো দাঁইহাট শহরকে মাতিয়ে রাখবে।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা