দক্ষিণবঙ্গ

উদ্বোধনের আগেই ডোমকলে ভাঙল সজলধারা প্রকল্পের ওয়াটার ফিল্টারগুলি

সংবাদদাতা, ডোমকল: উদ্বোধনের আগেই বিপত্তি। ট্রায়ালের জন্য জল ভরতেই হুড়মুড়িয়ে উল্টে পড়ল সজলধারা প্রকল্পের ওয়াটার ফিল্টারগুলি। দু’দিনে ওয়ার্ডের দু’টি এলাকায় পরপর এমন ঘটনার জেরে স্থানীয়রা প্রকল্পে দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব হয়েছেন। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মামনপুর ও দক্ষিণনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মামনপুর এলাকায় রাস্তার ধারেই একটি সজলধারা প্রকল্পে জলের প্লান্ট তৈরি হচ্ছে। ইতিমধ্যে ওই প্লান্টের সব কাজই মোটামুটি শেষ হয়েছিল। শুক্রবার বিকেলে ট্রায়ালের জন্য তাতে জল ভরেছিলেন কর্মীরা। এরপরই শনিবার সকালে কিছু একটা ভেঙে পড়ার শব্দ শুনতে পান স্থানীয়রা। তড়িঘড়ি তাঁরা বাইরে এসে দেখেন, প্লান্টের একাংশে কংক্রিটের মেঝে বসে ফিল্টারগুলি এদিকে ওদিকে পড়ে রয়েছে। ওই খবর শুনে তড়িঘড়ি ঠিকাদারের লোকেরা তা মেরামত করতে এলে স্থানীয় দুর্নীতির অভিযোগে সরব হয়ে কাজে বাধা দেন। মামনপুরের পাশাপাশি দক্ষিণনগর এলাকাতেও শুক্রবার একইভাবে মেঝে বসে গিয়ে হুড়মুড়িয়ে এদিকে ওদিকে উল্টে পড়ে জলের ফিল্টার। 
স্থানীয় বাসিন্দা মুকুল মণ্ডল বলেন, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে সজলধারা প্রকল্পের জলের প্লান্টগুলি করা হচ্ছে। ঠিকঠাকভাবে বেসমেন্ট ঢালাই না দেওয়ায় মেঝে বসে গিয়ে ফিল্টারগুলি ভেঙে পড়ছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা