দক্ষিণবঙ্গ

মহিলাকে অচৈতন্য করে দেড় লক্ষ টাকার সোনার গয়না ও নগদ লুট

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুকে মহিলাকে অচৈতন্য করে দেড় লক্ষ টাকার সোনার গয়না লুট করল দুষ্কৃতীরা। ২৯ অক্টোবর ওই ঘটনার পর তপতীরানি মাইতি নামে ওই মহিলাকে তমলুক শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। শুক্রবার নার্সিংহোম থেকে তিনি ছাড়া পান। তাঁর বাড়ি এগরা থানার বড়নলগেড়্যা গ্রামে। তমলুক থানায় এনিয়ে এফআইআর হয়েছে। তমলুক শহরে ১১নম্বর ওয়ার্ডে পদুমবসানে একটি নার্সিংহোমে তাঁর ছেলে দীপঙ্কর মাইতি কর্মরত। ছেলের কাছে 
আসার পথে তপতীদেবী ওই ঘটনার শিকার হন। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিস।
২৯অক্টোবর তপতীদেবী তমলুকে আসার জন্য প্রথমে বাড়ি থেকে কাঁথিতে যান। তারপর কাঁথি থেকে তমলুকের নিমতৌড়ি যাওয়ার বাসে চাপেন। সকাল সাড়ে ৮টা নাগাদ নিমতৌড়ি বাসস্টপে নামার সময় কয়েকজন তাঁকে টার্গেট করে। গলায় সোনার চেন ছিল। সেটি হাতানোর জন্য তিনজন তাঁকে অনুসরণ করে। তপতীদেবীর সামনে অভিযুক্ত তিনজন নিজেদের মধ্যে মানিব্যাগ ছিনতাইয়ের সাজানো নাটক করে। তাঁর সামনে একজন অন্যজনের পকেট থেকে মানিব্যাগ তুলে নেয়। ‘মানিব্যাগ খোয়া যাওয়া’ ব্যক্তি তপতীদেবীকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কাউকে মানিব্যাগ তুলতে দেখেছেন?’ তপতীদেবী হ্যাঁ বলেন। এরপরেই তাঁর সামনে সেই মানিব্যাগ দ্বিতীয় থেকে তৃতীয়জনের কাছে চলে যায়। তৃতীয় ব্যক্তি ফের ওই মানিব্যাগ ‘খোয়া যাওয়া’ ব্যক্তিকে ফিরিয়ে দেয়। গোটাটাই ছিল সাজানো ঘটনা। কিন্তু, এগরার প্রত্যন্ত গ্রাম থেকে আসা সাধাসিধে ওই মহিলা তা বুঝতে পারেননি। মানিব্যাগ ফিরে পেয়ে ‘খোয়া যাওয়া’ ব্যক্তি তপতীদেবীকে কৃতজ্ঞতা জানিয়ে ভাব জমায়। ওই ব্যক্তি নিমতৌড়ি থেকে তমলুক শহরে আসার পর টোটোয় তপতীদেবীর সহযাত্রী হয়। অন্য দু’জনও সেই টোটোয় চড়ে বসে। তমলুক শহরে পদুমবসানে ছেলের নার্সিংহোমের কাছে টোটো থামতেই দেখা যায়, তপতীদেবী অচৈতন্য। তখন টোটোয় বাকি তিনজন ছিল না। গলার সোনার চেন ও হাতের আংটি উধাও। টোটোয় থাকা তিনজন সোনার হার, আংটি ছাড়াও নগদ আড়াই হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এরপরই টোটো থেকে তপতীদেবীকে নামিয়ে নার্সিংহোমে ভর্তি করেন তাঁর ছেলে। নিমতৌড়িতে এর আগেও একাধিকবার দিনে-দুপুরে ছিনতাই হয়েছে। তমলুক শহরের মধ্যেও বেশ কয়েকবার ছলচাতুরি করে বয়স্কদের থেকে সোনার গয়না হাতানোর ঘটনা ঘটেছে। তপতীদেবীর ছেলে দীপঙ্কর বলেন, আমি গত দু’বছর তমলুক শহরে পদুমবসানে একটি নার্সিংহোমে সিসিইউ বিভাগে কর্মরত। নিমতৌড়ি বাসস্টপে নামার পরই কয়েকজন মাকে টার্গেট করে। তারপর নানা ছলচাতুরি করে সোনার গয়না ও টাকা হাতিয়ে নিয়েছে। তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা