দক্ষিণবঙ্গ

বাইক দুর্ঘটনায় ৩ স্কুল পড়ুয়া সহ মৃত ৪

সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবার রাতে নাদনঘাট থানার গৌরাঙ্গপাড়া এলাকায় এসটিকেকে রোডে দুর্ঘটনায় তিন স্কুলপড়ুয়া সহ চারজনের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতদের নাম নামাজআলি মণ্ডল(১৫), আবুবক্কর সিদ্দিকি মণ্ডল(১৭), আরিফ শেখ(১৮) ও  সেলিম মোল্লা(২৬)। তাদের বাড়ি নাদনঘাট থানার ডাঙাপাড়া ও পারুলডাঙা এলাকায়। প্রথম তিনজন যথাক্রমে স্থানীয় স্কুলে অষ্টম, দশম ও দ্বাদশ শ্রেণিতে পড়ত। সেলিম  চাকরির জন্য কোচিং নিচ্ছিলেন। মর্মান্তিক এই ঘটনায় দুই গ্রামে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহগুলির ময়নাতদন্ত হয়।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই চারজন একটি বাইকে চেপে বৃহস্পতিবার সন্ধ্যার পর বের হয়। রাত সাড়ে ৮টা নাগাদ তারা বাড়ি ফিরছিল। এসটিকেকে রোডে গৌরাঙ্গপাড়ার  কাছে এক মহিলা রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাকে সজোরে ধাক্কা মারে বাইকটি। একজন ট্রাকের চাকার নীচে চাপা পড়ে যায়। বাকি তিনজন রাস্তায় ছিটকে পড়ে। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিস ট্রাকটি সরিয়ে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। জখম মহিলা ও ওই চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই চারজনকে মৃত বলে ঘোষণা করেন। জখম মহিলা আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। 
মর্মান্তিক দুঘর্টনার খবর পেয়ে রাতেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে যান মন্ত্রী স্বপন দেবনাথ। শুক্রবার চিকিৎসকদের সঙ্গে কথা বলে দেহ ময়নাতদন্তের ব্যবস্থা করেন। মৃতদের বাড়ি গিয়ে সমবেদনা জানান। পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন। স্বপনবাবু বলেন, মৃতরা সকলেই দরিদ্র পরিবারের। তিনজন স্কুল পড়ুয়া রয়েছে। একজন চাকরির কোচিং নিচ্ছিল। জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আমরা মৃতদের পরিবারের পাশে আছি।
মৃত আবুবক্কর সিদ্দিকি মণ্ডল ও নামাজ মণ্ডলের আত্মীয় মোবিন হোসেন মণ্ডল বলেন, দ্রুত গতিতে বাইক চালানো এখন ফ্যাশন হয়েছে। তার সঙ্গে বাইকের সাইলেন্সারের বিকট আওয়াজ। কিছু কিছু বাইকের হেডলাইট দেখে দূর থেকে বোঝার উপায় নেই টোটো না বাইক আসছে। দুই ভাইপোকে হারিয়েছি। স্কুলে স্কুলে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা প্রচার করা হোক।  স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়াভাবে বাইক চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। বাইক আরোহী চারজনের মাথাতেই হেলমেট ছিল না। বাসিন্দাদের অভিযোগ, কালনা শহর ও গ্রামীণ রাস্তায় বেপরোয়াভাবে যুবকরা বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। বাইকের সাইলেন্সার মডিফাই করে বিকট শব্দ ছুটিয়ে ছুটছে বাইক। পুলিসের এব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। পুলিস জানিয়েছে, বেপরোয়া ও মদ্যপান করে বাইক চালানোয় বৃহস্পতিবার কালনা ও নাদনঘাট থানার পুলিস আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে ধারাবাহিক কর্মসূচি চলছে। ট্রাফিক আইন না মানায় ধরপাকড় চলছে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে। এনিয়ে অভিভাবকদেরও সচেতন হওয়া উচিত। 
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা