দক্ষিণবঙ্গ

কালীপুজোর রাতে তমলুকের রাস্তায় জনপ্লাবন, থিমের মণ্ডপ দেখতে ভিড়

নিজস্ব প্রতিনিধি, তমলুক: কালীপুজোয় জনসুনামিতে ভাসল তমলুক। শুক্রবার বিকেল থেকেই বাসে, ট্রেনে চড়ে দলবেঁধে মানুষজন তমলুক শহরে আসেন। সন্ধ্যার পর হাসপাতাল মোড় জলপ্লাবনের আকার নেয়। যে শহর রাত ৯টায় শুনশান হয়ে যায়, সেখানে রাত ১২টাতেও হাজার হাজার মানুষের কোলাহল! রাত যত বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। শহরের মানিকতলা, পদুমবসান, হাসপাতাল মোড়, শালগেছিয়া, বেনেপুকুর, হরির বাজার সহ সর্বত্র জনপ্লাবনের ছবি চোখে পড়েছে। তবে, মূল আকর্ষণ ছিল শহরের হাসপাতাল মোড়। থিম, আলো এবং লেজার লাইট শো উপভোগ করার জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটে।  
হাসপাতাল মোড়ে রাজ্য সড়কের ধারে ফাইভস্টার ক্লাবের থিম ‘দীপ্যমালা’ দেখে আপ্লুত দর্শনার্থীরা। জনস্রোত মণ্ডপের দিকে এগিয়ে যায়। রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যার ছোঁয়ায় অন্যবদ্যভাবে ফুটে উঠেছে এখানকার থিম। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য কয়েক হাজার মানুষ ভিড় জমান। হাসপাতাল মোড়ে বিদ্রোহী সংঘের নারীশক্তি, বাদামতলায় উত্তরায়ণ ক্লাবের থিম ‘সময়’ এবং রাখাল মেমোরিয়াল ময়দানে কিশোর সঙ্ঘের জাড়োয়াদের জীবন কাহিনী নিয়ে থিম দেখার জন্য লম্বা লাইন পড়ে যায়।
এছাড়াও শালগেছিয়া সপ্তরথী ক্লাবের থিম সত্যকাহিনী, অমর সঙ্ঘের ‘পায়ে পায়ে আন্দামান’, রাজদূত ক্লাবের ‘জীবনযুদ্ধ’ থিম বেশ নজরে কেড়েছে। পায়ে পায়ে দলবেঁধে মানুষজন শালগেছিয়ার এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপে হাজির হয়েছেন। শহরের আবাসবাড়িতে চকোলেট বয় ক্লাব এবার চা, এলাচ এবং লবঙ্গ দিয়ে থিমের প্রতিমা করছে। প্রত্যেক দর্শনার্থীর জন্য চায়ের ব্যবস্থা করা হয়। তমলুক রাজবাড়ি মাঠে ব্রাইটস্টার ক্লাব টেরাকোটা শিল্পকে দর্শনার্থীদের সামনে তুলে ধরছে। থানার উল্টো দিকে রাস্তার ধারে এই মণ্ডপ নজর কেড়েছে। ১৭নম্বর ওয়ার্ডে শঙ্করআড়া নিউ স্টার ক্লাব গ্রামীণ পরিবেশকে থিমে তুলে ধরেছে। থিমের প্রশংসায় পঞ্চমুখ দর্শনার্থীরা। 
শহরের মহাপ্রভু মন্দিরপাড়ায় রেড লোটাস ক্লাব এবার ৪০ফুটের প্রতিমা তৈরি করেছে। দক্ষিণচড়া শঙ্করআড়ায় রিভারপ্লেট ক্লাব নারী নির্যাতনকে থিমে ফুটিয়ে তুলে বাহবা কুড়োচ্ছে। মালিজঙ্গল পল্লি ক্লাব এবার কাশীজোড়া রাজবাড়ির আদলে মণ্ডপ বানিয়েছে। বিকালের পর থেকেই দর্শনার্থীদের ভিড় জমে। তমলুক কলেজপাড়ায় ভাই ভাই সঙ্ঘের সব্জি দিয়ে তৈরি প্রতিমা দেখার জন্য ব্যাপক ভিড় হয়। হ্যামিল্টন হাইস্কুল সংলগ্ন সবুজপাতা ক্লাবের থিম অন্তঃসজ্জা এবং হরিরবাজার অ্যাথলেটিক ক্লাব দূষণরোধে বার্তা দিয়ে থিমের মণ্ডপও দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।ভিড়ের নিরিখে তমলুক শহরকে টেক্কা দিয়েছে নন্দকুমারের আলেয়ার বিগ বাজেটের থিম। গত কয়েক বছর ধরে এখানকার মণ্ডপ গোটা জেলবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার আলেয়ার থিম যক্ষপুরী। সকাল থেকে দূর-দূরান্তের দর্শনার্থীরা আলেয়ার মণ্ডপ দেখতে আসেন। বিকালের পর বাঁধভাঙা স্রোতের মতো ভিড় নামে। এছাড়া, সুতাহাটায় প্রায় ১২টি বিগ বাজেটের থিমের পুজো ঘিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। ‘ডানা’ সাইক্লোন কেটে যাওয়ার পর গোটা জেলায় রোদ ঝলমলে আবহাওয়া। তাই কোনওরকম বিঘ্ন ছাড়াই হাজার হাজার মানুষ প্যান্ডেল হপিং সারেন। দর্শনার্থীদের সুরক্ষায় সর্বত্র পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল।-নিজস্ব চিত্র
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা