দক্ষিণবঙ্গ

কালীপুজোয় সারারাত ঢাক-ঢোল বাজিয়ে চলে মশা খেদানো উৎসব

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে কালীপুজোর রাতে প্রচলিত রীতি মেনে আজও হয় ‘মশা খেদানো’ উৎসব। গ্ৰামের মানুষ টিন, ঢাক-ঢোল, খোল, করতাল, ক্যানেস্তারা বাজিয়ে বাড়ি বাড়ি ঘোরেন। হাতে থাকে জ্বলন্ত মশাল। সূর্যের আলো ফুটলেই মশা খেদানোর দল ঘরে ফেরেন। লৌকিক এই উৎসবে অশুভ শক্তির বিনাশ ও মশা সম্পর্কে সচেতনতা তৈরির প্রয়াসও জড়িয়ে আছে। 
জঙ্গলমহল এলাকায় মশা খেদানো উৎসব দীর্ঘদিন ধরে চলে আসছে। ভূত চতুর্দশীর পরদিন এই উৎসব হয়। লৌকিক এই উৎসবে বাসিন্দাদের নানা বিশ্বাস জড়িয়ে আছে। শহর এলাকায় এই উৎসব এখন সেভাবে হয় না। কিন্তু গ্ৰামীণ এলাকার মানুষ মশা খেদানো উৎসবে আজও মাতেন। সাঁকরাইল ব্লকের ভগবানচক, তেঁতুলিয়া দিগারবাঁধ, কুঁকড়াখুপি, কোপ্তিডাঙা, বেলিয়াবেড়া এলাকার জুনশোলা, ভোল, বামনদঁড়ি, হাতিপাদা, আশকোলা, মালঞ্চ, টিকায়েতপুর, গোপীবল্লভপুর-১ ও নয়াগ্রাম ব্লকের একাধিক গ্রামে এই উৎসব পালিত হয়। গ্ৰামবাসীদের প্রচলিত বিশ্বাস, ঢাকঢোল, করতাল ক্যানেস্তারার শব্দে অশুভ শক্তির বিনাশ হয়। আবার মশার বিপদ সম্পর্কে পরম্পরাগত সচেতনতাও জড়িয়ে আছে। 
লোকসংস্কৃতি গবেষক লক্ষ্মীন্দর পালৌই বলেন, ঝাড়গ্ৰামে দীর্ঘসময় ধরে এই লোক উৎসব পালিত হয়ে আসছে। সুবর্ণরেখার অববাহিকা অঞ্চলের বেলিয়াবেড়া, গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও সাঁকরাইল এলাকার বাসিন্দাদের একটি লৌকিক সংস্কার হল মশা খেদানো। কালীপুজোর রাত থেকে পরদিন ভোর পর্যন্ত মশা তাড়ানো হয়। নানা লৌকিক  বিশ্বাস ও মশার বিপদ সম্পর্কে সচেতনতাও এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে‌। সাঁকরাইল ব্লকের ভুবনচক গ্ৰামের বাসিন্দা সহদেব রাউল বলেন, কালীপুজোর রাতে ঢাকঢোল, ক্যানেস্তারা পিটিয়ে মশা খেদানো উৎসব হবে। বাড়ি বাড়ি ঘোরা হয়। বড়দের সাথেই অল্পবয়সি ছেলেমেয়েরা মশা খেদানো উৎসবে শামিল হয়। সূর্য ওঠার আগে ঘরে ফিরতে হয়। অনেকে হলুদ মেখে স্নান করেন। এই উৎসবের সঙ্গে অশুভ শক্তির বিনাশ ও মশার বিপদ সংক্রান্ত সচেতনতা মিলেমিশে আছে। বেলিয়াবেড়া এলাকার বাসিন্দা বছর কুড়ির অক্ষয় মাহাত বলেন, বর্তমান সময়ে মশা নির্মূল করা নিয়ে প্রশাসনের তরফে নানা সচেতনতামূলক প্রচার করা হয়। কিন্তু বহু আগে থেকেই মশা খেদানোর লৌকিক উৎসবের মধ্যে এলাকার মানুষের সেই সচেতনতা ধরা আছে। ঝাড়গ্ৰাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী বলেন, জেলার গ্ৰামীণ এলাকায় কালীপুজোর রাতে মশা খেদানো উৎসব হয়। জেলার এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে।
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা