দক্ষিণবঙ্গ

কুখ্যাত জামতাড়া গ্যাংই চোপড়ার সাইবার প্রতারকদের ‘শিক্ষাগুরু’

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: উত্তর দিনাজপুরের চোপড়ার সাইবার প্রতারকদের ‘শিক্ষাগুরু’ জামাতাড়া। শুধু ট্যাব কেলেঙ্কারি নয়, বিভিন্নভাবে অ্যাকাউন্ট সাফ করতে এখানকার প্রতারকরা সিদ্ধহস্ত হয়ে উঠেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, জামাতাড়ার উপর বিভিন্ন রাজ্যের পুলিসের নজরদারি রয়েছে। হামেশাই সেখানে অভিযান চালানো হয়। দু’বছর ধরে সেখানে পুলিসের অভিযান বেড়ে গিয়েছে। সেকারণে জামাতাড়ার দুষ্কৃতীরা এরাজ্যের বিভিন্ন জেলায় আশ্রয় নেয়। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়িতে তারা ঘাঁটি গাড়ে। এছাড়া তারা উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকাগুলিতেও ডেরা বেঁধেছিল। একসময় চোপড়া তাদের কাছে সেফ জোন হয়ে ওঠে। এই এলাকার বেশকিছু গ্রামে পুলিসকে ঢুকতে বেগ পেতে হয়। সেই সুযোগ কাজে লাগায় জামতাড়ার দুষ্কৃতীরা। দেড় থেকে দু’বছর আগে তারা চোপড়ার কয়েকজন যুবককেও প্রতারণায় হাতে খড়ি দেয়। তারপর থেকেই এই এলাকা থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে শুরু করে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, ট্যাব কেলেঙ্কারির ঘটনায় সারা রাজ্যজুড়ে হইচই পড়ে গিয়েছি। সেকারণে চোপড়ার নাম উঠে এসেছে। কিন্তু এই ঘটনার অনেক আগে থেকেই এখানকার প্রতারকরা বহুজনের অ্যাকাউন্ট সাফ করেছে। কখনও কৌশলে ওটিপি হাতিয়ে আবার কখনও লিঙ্ক পাঠিয়ে তারা প্রতারণা করে চলছে। ওই এলাকার বেশকিছু মহিলাও সাইবার ক্রাইমে সিদ্ধহস্ত হয়ে উঠেছে। নিজেদের রক্ষা করার জন্য একটি গ্যাংও তারা তৈরি করেছে। পুলিস অভিযান করলে মহিলারা হাজির হয়ে যায়। এক পুলিস আধিকারিক বলেন, জামতাড়ার পাশাপাশি চোপড়ার দিকে নজরদারি বাড়ানো হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া এবং মালদহের বৈষ্ণবনগরের দিকে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার নজরদারিও রয়েছে। বিভিন্ন ধরনের অপরাধ এই দুই এলাকার দুষ্কৃতীরা সংগঠিত করছে। তদন্তকারীরা জানিয়েছে, ট্যাব কেলেঙ্কারির ঘটনায় এখনও অনেকেই অধরা রয়েছে। তারা গা ঢাকা দিয়ে রয়েছে। বাংলার শিক্ষা পোর্টালে এই এলাকার ১০-১২জন প্রতারক ‘অ্যাকসেস’ নিয়েছিল। পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলার পড়ুয়াদের টাকা প্রতারকরা হাতিয়েছিল। অন্য কৌশলেও তারা অ্যাকাউন্ট সাফ করতে সফল হয়েছে। তবে ট্যবের টাকা হাতানোর চেষ্টা করে তারা সেভাবে সফল হতে পারেনি। পুলিস দ্রুত বিষয়টি নিয়ে তদন্ত শুরু করায় অনেক অ্যাকাউন্ট আধিকারিকরা সিল করেছেন। কিছু অ্যাকাউন্টের টাকা তারা অবশ্য তুলতে পেরেছে। সেই টাকা প্রতারকরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। আর এক পুলিস আধিকারিক বলেন, ট্যাব কেলেঙ্কারির ঘটনায় জামতাড়ার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিহারে টাকা গিয়েছে। এটা নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। বিশেষ করে কিষানগঞ্জে বেশি টাকা গিয়েছে। সেখানকার বিভিন্ন ব্যাঙ্কে প্রতারকরা অন্যের নথি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিল। আরও কয়েকটি রাজ্যেও টাকা গিয়েছে। জামতাড়ার মতো চোপড়ার লিঙ্ক বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা