দক্ষিণবঙ্গ

কাটোয়ায় কার্তিক পুজোয় থিমের টক্কর, বৃন্দাবনের প্রেম মন্দির থেকে রাজ দরবার, হা‌ইকোর্টের আদলে মণ্ডপ

অনিমেষ মণ্ডল, কাটোয়া: কাটোয়ায় বাবুদের হাত ধরেই একসময় কার্তিক পুজোর সূচনা হয়। সেসময় থিমের জৌলুস না থাকলেও ভাগীরথীর পাড় বরাবর ফরাস কিম্বা কেরোসিনের আলোর প্রদর্শনীতেই কার্তিক পুজো দেখতে ভিড় জমাতেন পার্শ্বর্বতী গ্রামের বাসিন্দারা। এখন যুগ বদলে ফরাসের আলোর বদলে এসেছে চন্দননগরের আলোর কারসাজি। সাবেকিয়ানার সঙ্গে পাল্লা দিয়ে নতুনের ছোঁয়ায় থিমের মেলবন্ধন ঘটিয়েছে কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। দেব সেনাপতির আরাধনা করলেও বাবুদের থাকা আগে যাওয়া নিয়ে লড়াই শব্দের প্রচলন ঘটে। কিন্তু বর্তমানে কাটোয়ার কার্তিক লড়াই উৎসবে পরিণত হয়েছে। ভাগীরথী পাড়ের শহরে মূল উৎসবে পরিণত হয়েছে। মণ্ডপগুলিতে লেগেছে থিমের ছোঁয়া। পুরনো রাজ দরবার থেকে আইনের দরবার সবই ফুটে উঠেছে থিমের মণ্ডপে। কারও বাজেট ১৫ লক্ষ টাকা তো কারও বাজেট ৩০ লক্ষ টাকা পর্যন্ত। 
কাটোয়ার পানুহাটের ইয়ংস্টাফ ক্লাব এবার তাদের মণ্ডপ সাজিয়েছে কলকাতা হাইকোর্টের আদলে। কয়েক লক্ষ টাকা খরচ করে তারা রঙিন কাপড় ও বাঁশ দিয়েই আস্ত হাইকোর্টকে তুলে এনেছে। আবার পাশেই ইয়ংবয়েজ ক্লাব আস্থা রাখছে রাজ দরবারের বিচারেই। সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা হীরক রাজার দেশের আদলে তারা মণ্ডপ গড়েছে। পুজো উদ্যোক্তারা জানান, মণ্ডপে হীরের খনি থেকে সভাসদরা রয়েছেন। কাটোয়ার সবুজপাতা ক্লাবও হীরক রাজার দরবার ফুটিয়ে তুলেছে থিমের মাধ্যমে। এবার তারা প্রায় সাড়ে চার লক্ষ টাকা খরচ করেছে। 
দেশবন্ধু ক্লাব বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে থিমের মণ্ডপ গড়ে তুলেছে। পানুহাটের নিউ আপনজন ক্লাবও মথুরার প্রেম মন্দিরের আদলে মণ্ডপ গড়ে তুলেছে। ওঙ্কার ক্লাব বিশালাকার মহাদেব মূর্তি গড়েছে। তারা লাইট ও শব্দ দিয়ে এক নৈসর্গিক দৃশ্য ফুটিয়ে তুলেছে। নব প্রজন্মের থিমের মণ্ডপের আড়ালে হারিয়ে যায়নি পুরনো ঐতিহ্য। 
এখনও পুরনো রেওয়াজ মেনে কাটোয়া শহরের হরগৌরী মন্দিরে ন্যাংটো কার্তিক পুজো হয়। একসময় ভাগীরথীর তীরে বাস করা বারবণিতারা এই কার্তিককেই পুজো শুরু করেছিলেন। সুবোধ স্মৃতি রোডে জুনিয়র উইলিয়ম কেরি সাহেব এসেছিলেন। সেই নামেই এখনও সাহেব বাগানপাড়া রয়েছে। সেখানে সাহেব কার্তিক পুজো করাই রেওয়াজ। এখানে ইংরেজ সাহেবের আদলে মূর্তি তৈরি হয়। তাই এখনও শহরে বাংড়া কার্তিকের পুজো হয়। পাশাপাশি জামাই কার্তিক, রাজা কার্তিকও পুজিত হয় পুরনো ঐতিহ্য মেনেই। 
বাবুদের যুগ পেরিয়ে এখন বিগ বাজেটের কার্তিক পুজোয় এগিয়ে এসেছে শহরের ক্লাবগুলি। লক্ষ লক্ষ টাকা খরচ করে থিম সাজিয়ে তোলা হয়েছে। তেমনই পুরনো মন্দিরগুলিতেও সাবেকি কার্তিক পুজোয় মেতেছেন শহরের বাসিন্দারা।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা