দক্ষিণবঙ্গ

জিয়াগঞ্জে রাসপূর্ণিমায় রক্ষাকালীপুজো ঘিরে আনন্দোৎসবে স্থানীয়রা

সংবাদদাতা, লালবাগ: রাসপূর্ণিমায় ব্যতিক্রমী শতাব্দীপ্রাচীন রক্ষাকালী পুজো ঘিরে আনন্দে মেতেছে জিয়াগঞ্জ থানার গণেশপুর গ্রাম। চলতি বছর রক্ষাকালী পুজো ১০৭বছরে পড়েছে। প্রাচীন রীতি মেনে শুক্রবার রাতে পুজো হয়। খিচুড়ি, তরকারি, ফলমূল, রকমারি মিষ্টান্ন সহ দেবীকে ভোগ নিবেদন করা হয়। পুজো শেষে একাধিক মানতের ছাগবলি হয়। শনিবার সকালে মন্দিরে উপস্থিত ভক্ত এবং গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কালীপুজো উপলক্ষ্যে শনি ও রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
পুজোয় শামিল হতে গণেশপুরের প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজনরা ভিড় জমিয়েছেন। সোমবার ভাগীরথী নদীতে প্রতিমা নিরঞ্জন হবে। মঙ্গলবার দুপুরে দু’হাজার মানুষকে পাত পেড়ে খাওয়ানো হবে। গণেশপুরের প্রবীণরা বলেন, রাসপূর্ণিমায় রক্ষাকালীপুজো আয়োজনের পিছনে একটি কাহিনী আছে। রক্ষাকালী পুজো শুরুর বছর গণেশপুর, কুঠিরামপুর প্রভৃতি এলাকায় কোনও একটি রোগ মহামারির আকার নিয়েছিল। মহামারির প্রকোপ থেকে রক্ষা পেতে এলাকার মানুষ রক্ষাকালী পুজোর মানত করেন। তারপরই মহামারির প্রকোপ কমতে শুরু করে। দেরি না করে এলাকার হিন্দু ও মুসলিম গ্রামবাসীরা রাসপূর্ণিমাতেই রক্ষাকালী পুজো শুরু করেন। সেই থেকে প্রাচীন রীতি মেনে এসময় পুজো হয়ে আসছে। রাসপূর্ণিমায় রক্ষাকালীপুজোর জন্য গ্রামবাসীরা বছরভর অপেক্ষা করে থাকেন। পুজো কমিটির সম্পাদক মনোজ রায় বলেন, পুজোর চারদিন সবাই উৎসবের মেজাজে কাটাই। সবার বাড়িতে আত্মীয়রা আসেন। একসঙ্গে খাওয়াদাওয়া, হইহুল্লোড় চলে। পুজো কমিটির সদস্য গোপাল রায় বলেন, রক্ষাকালী খুব জাগ্রত দেবী। প্রতি বছর প্রচুর মানতের পুজো ও ছাগবলি দেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড থেকেও প্রচুর ভক্ত আসেন। -নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা