দক্ষিণবঙ্গ

কৃষ্ণনগরে কালীপুজোর ভাসানে নিষিদ্ধ গদা-বাঁশ

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: কৃষ্ণনগরে বিভিন্ন পুজোর বিসর্জনের রাতে শোভাযাত্রাকে মাঝপথে দাঁড় করিয়ে ভারী গদা সজোরে ঘোরাতে দেখা যায় কোনও কোনও যুবককে। নেশাগ্রস্ত যুবকের হাত থেকে সেই গদা ছিটকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের জখম হওয়ার ঘটনা ঘটে। এবার কালীপুজোর ভাসানে সেই গদাকেই নিষিদ্ধ করল পুলিস। সেইসঙ্গে বাঁশ নিয়েও পুজো কমিটির কেউ শোভাযাত্রায় অংশ নিতে পারবে না।
কালীপুজোর ভাসান নিয়ে বেশ কিছু নিয়মবিধি লাগু করা হচ্ছে। ভাসানের রাতে কৃষ্ণনগরে যে অশান্তি ঘটে, তা রোখাই পুলিসের লক্ষ্য। জগদ্ধাত্রী পুজোর আগে কালীপুজোর ভাসানকে অ্যাসিড টেস্ট হিসেবেও দেখছে পুলিস।
কৃষ্ণনগর পুলিস জেলার ডিএসপি শিল্পী পাল বলেন, আমরা কালীপুজোর ভাসান নিয়ে বেশ কিছু কড়া নিয়ম চালু করছি। শোভাযাত্রায় আসা পুজো কমিটির সদস্যদের পুলিসের তরফে কার্ড দেওয়া হবে। শান্তিপূর্ণভাবে ভাসানের শোভাযাত্রা করার জন্য আমরা সচেষ্ট হয়েছি যাতে রাস্তার দু’ধারে দর্শনার্থীরা ভালো করে ভাসান দেখতে পারেন।
কৃষ্ণনগরে ভাসানের শোভাযাত্রায় অশান্তি, বিশৃঙ্খলা একরকম প্রথা হয়ে দাঁড়িয়েছে। শোভাযাত্রা চলাকালীন শহরের বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি একে অপরের সঙ্গে মারপিট, লাঠালাঠিতে জড়িয়ে পড়ে। আগে দুর্গাপুজোর ভাসান শান্তিপূর্ণ হতো। এবছর সেই দুর্গাপুজোর ভাসানেও ব্যাপক অশান্তি হয়েছে। এমনকী, এক যুবককে রাস্তায় ফেলে গণপিটুনি দেওয়া হয়‌। শহরবাসীর অভিযোগ, গত কয়েকবছরে ভাসানের সময় পুলিসের নমনীয়তার জেরেই বিভিন্ন পুজো কমিটির এত বাড়বাড়ন্ত হয়েছে। ভাসানের শোভাযাত্রায় বেরনো নেশাগ্রস্তদের কারণেই শহর অশান্ত হয়ে ওঠে।
অশান্তি রুখতে শনিবার কালীপুজোর ভাসানের রাতে কৃষ্ণনগর শহরেই প্রায় ২০০ পুলিসকর্মী রাখা হবে। প্রতি বছর দেখা যায়, প্রতিমার সঙ্গে কাতারে কাতারে মানুষ হাই স্ট্রিটের রাস্তা ধরে রাজবাড়ি ও সেখান থেকে কদমতলা ঘাটের দিকে ছুটে চলেছে। কিন্তু এবছর প্রতিমার সঙ্গে পুজো কমিটির ১০০জন করে সদস্যকে এভি স্কুল মোড় থেকে রাজবাড়ি পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হবে। তার জন্য পুলিস ওই সমস্ত পুজো কমিটিকে বিশেষ কার্ড দেবে।
কৃষ্ণনগর শহরে এবছর ১০১টি কালীপুজো হচ্ছে। লরি বা গাড়িতে প্রতিমা নিয়ে বেরবে ৫৭টি পুজো কমিটি। অন্যবছর মণ্ডপ থেকে বেরিয়ে এসমস্ত লরি সরাসরি রাজবাড়ির দিকে চলে যেত। তারপর হাই স্ট্রিটের রাস্তা ধরে কদমতলা ঘাট পর্যন্ত প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যেত পুজো উদ্যোক্তারা। এবার সেই নিয়মে পুলিস কিছুটা পরিবর্তন আনছে। লরিতে থাকা প্রতিমা পোস্ট অফিস মোড় থেকে ফোয়ারার মোড়, সদরের মোড় হয়ে, এভি স্কুল মোড় দিয়ে রাজবাড়ি যেতে হবে। সেখান থেকে কদমতলা ঘাটে প্রতিমা নিয়ে যাওয়া হবে।
সেবক সঙ্ঘের এবারের কালী প্রতিমা। -নিজস্ব চিত্র
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা