দক্ষিণবঙ্গ

দাম আকাশছোঁয়া হলেও আতশবা঩জি কেনার হিড়িক

সংবাদদাতা বোলপুর: আলোর উৎসব দীপাবলি। প্রতিটি বাড়ি সেজে ওঠে মোমবাতি ও প্রদীপের আলোয়। সেই সঙ্গে আতশবাজি পোড়ানোতে মেতে ওঠে কচিকাঁচারা। এখন আতশবাজির দাম আকাশছোঁয়া। তবুও সন্তানদের মুখে হাসি ফোটাতে চড়া দামেই কিনতে হচ্ছে রংবেরঙের আতশবাজি। তবে দাম বেশি বলে বিক্রি কম এমনটা নয়। বরং উল্টোটাই, দীপাবলির দিন বাজির চাহিদা ছিল তুঙ্গে জানাচ্ছেন বাজি ব্যবসায়ীরাই। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বোলপুর বাজারে বাজির দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। তবে, মানুষ এখন অনেক সচেতন। তাই সবুজ আতশবাজি কেনারই হিড়িক বেশি। শব্দবাজি বিক্রি বন্ধ করতে সক্রিয় ছিল পুলিস প্রশাসন। এর জন্য বোলপুর মহকুমার বিভিন্ন প্রান্তে অভিযানও চালানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল পুলিস সুপার রানা মুখোপাধ্যায়।
শহর হোক বা গ্রাম, দীপাবলির সন্ধ্যায় বাড়ি বাড়ি প্রদীপ, মোমবাতি জ্বালানোই হিন্দুদের রীতি ও পরম্পরা। সেই সঙ্গে নতুন জামাকাপড় পড়ে কচিকাঁচারা আতশবাজি পোড়ানোয় মেতে ওঠে। তবে একটা সময় পর্যন্ত শব্দবাজির কানফাটা শব্দে অতিষ্ঠ হয়ে উঠতেন বয়স্ক মানুষজন। দীপাবলির সন্ধ্যা অনেকের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠতো। তবে পুলিস প্রশাসন সক্রিয় হওয়ার কারণে রাজ্যের সব প্রান্তেই শব্দদানবের অত্যাচার থেকে মানুষজন বিশেষত প্রবীণ নাগরিকরা নিষ্কৃতি পেয়েছেন। বর্তমানে অনেকেই সবুজ আতশবাজি ব্যবহার করছেন।  
বোলপুর বাজার সূত্রে জানা গিয়েছে এবছর তারাকাঠির দাম ৭০ থেকে ১০০ টাকা। এছাড়া বাচ্চাদের রং মশাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৪০০ টাকার মধ্যে। দশটি  চটপটির দাম ৩০০ টাকা। এছাড়া একটি চরকির দাম ঘোরাফেরা করছে ১০ থেকে ৬০ টাকার মধ্যে। তবে, রকেট জাতীয় আকাশে ফোটানোর বাজিগুলির দাম অত্যধিক হারে বেড়েছে। রকেট মিলছে ২০০, ৩০০ ও ৪০০ টাকায়। এছাড়া স্কাই শটের দাম ৪০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে, এমনটাই জানিয়েছেন বোলপুরের মিশন কম্পাউন্ডের বাজি বিক্রেতা ছোট্টু সিং। তিনি বলেন দাম বাড়লেও এবছর যেভাবে বাজি বিক্রি হয়েছে তাতে আমরা খুশি।
তবে কেউ যাতে লুকিয়ে শব্দবাজি বিক্রি করতে না পারে সেদিকে কড়া নজর রেখেছে জেলা পুলিস প্রশাসন। অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় বলেন, পরিবেশ ও শব্দদূষণ আটকাতে পুলিস কোনও আপোষ করবে না। ইতিমধ্যেই মহাকুমার বিভিন্ন প্রান্তে বেশকিছু শব্দবাজি আটক করা হয়েছে। অভিযানও জারি আছে।
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা