বিনোদন

‘স্বপ্নের থেকেও বেশি অর্জন করেছি’

স্বমহিমায় ফিরেছেন ‘মঞ্জুলিকা’। আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া ৩’-এর হাত ধরে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করেছেন বিদ্যা বালান। কেমন সেই অভিজ্ঞতা?

‘ভুল ভুলাইয়া ৩’-এর এমন সাফল্য আশা করেছিলেন? 
আমি এই ছবিতে অভিনয় করব, এটা ঘোষণার হওয়ার পর থেকেই সকলে জিজ্ঞাসা করতেন, কবে মুক্তি পাচ্ছে। ছবিটি যে বক্স অফিসে ভালো ফল করবে, সে বিষয়ে নিশ্চিত ছিলাম। আমি জানতাম সকলে ভীষণ আগ্রহী। তবে এতটা সাফল্য দর্শকের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। অস্বীকার করব না, প্রথম থেকে একটা চাপও কাজ করছিল। এখন আমি ভীষণ খুশি। ‘মঞ্জুলিকা’ (বিদ্যা অভিনীত চরিত্র) আমাকে অনেককিছু দিয়েছে।
বক্স অফিস আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? 
বক্স অফিসের নম্বর ভীষণ দরকারি একটা প্যারামিটার। যে কোনও ব্যবসায় বিনিয়োগ করলে আপনি নূন্যতম লাভের মুখ দেখতে চাইবেন। আর এখন তো খুব বেশি ছবি ভালো ফলাফল করে না। তাই কমার্শিয়াল সাফল্যের মতো ভালো আর কিছু নেই।
মাধুরী দীক্ষিত আপনার সঙ্গে অভিনয় করবেন, এটা জানতেন? 
না। আমি রাজি হওয়ার পর ওই চরিত্রটির কথা ভাবা হয়। আনিস (পরিচালক) মাধুরীর সঙ্গে দেখা করে। মাধুরী রাজি হন। এরপরই আমাকে বলা হল, ওঁর সঙ্গে একটি নাচের দৃশ্য থাকবে। প্রথম দিকে ভীষণ চিন্তায় পড়েছিলাম। কারণ প্রথম ছবিতে ‘আমি যে তোমার’ গানে আমি একা নেচেছিলাম। প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছিল। নাচের ক্ষেত্রে ওঁর ধারেকাছে কেউ আছেন বলে মনে হয় না। মনে আছে, তখন ‘দো অউর দো পেয়ার’ ছবির শ্যুটিং করছিলাম। তার পাশাপাশি নাচের প্র্যাকটিস করতাম। ক্লান্ত হয়ে পড়তাম ঠিকই, কিন্তু থেমে যাইনি। ডার্ক চকোলেট খেতাম আর বারবার প্র্যাকটিস করতাম। আমি কেবল চেয়েছিলাম ওই পারফরম্যান্সটা যেন সকলে মনে রাখেন।
মাধুরীর সঙ্গে কোনও স্মৃতি মাথায় আসছে? তিনি তো আপনার আইডল...
(প্রশ্ন শেষ করতে না দিয়ে) উনি অসাধারণ। শ্যুটিংয়ের সময় দু’বার আটকে গিয়েছিলাম। মনে হচ্ছিল স্টেপটা ভীষণ কঠিন। তখন উনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন। কিছু ভালোবাসার প্রতিদান প্রয়োজন হয় না। মাধুরী দীক্ষিতও আমার কাছে তেমনই একজন।
আগের বারের মঞ্জুলিকার থেকে এবারের চরিত্র কতটা আলাদা?    
দু’টি ছবির (‘ভুল ভুলাইয়া ১’ ও ‘ভুল ভুলাইয়া ৩’) চিত্রনাট্য ও পরিচালক আলাদা। তাই এই চরিত্রের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও আলাদা ছিল। সত্যি বলতে এবার মঞ্জুলিকা করার আগে আমি আগেরবারের থেকে কোনও রেফারেন্স নিইনি। নিজের মতো করেই চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।   
আপনি ঈশ্বরে বিশ্বাসী? 
আমার বাড়িতে একটি ছোট মন্দির রয়েছে। ছোটবেলায় দেখতাম, মা রোজ মন্দিরে যায়। প্রার্থনা করে। বাবাকেও দেখেছি। আমিও সেটাই করি। যখন ইচ্ছা করে ঠাকুরের কাছে হাতজোড় করে বসি। মনে মনে ধন্যবাদ দিয়ে বলি, আরও একটা ধন্যবাদ দেওয়ার কারণ দিও।   
রিভিউ পড়েন? 
কোনওদিন পড়ি না। আমি কাউকে অসম্মান করছি না। কিন্তু মাঝে মাঝে নিজের উপরে বিশ্বাস রাখাটা উচিত। অন্য কারও মন্তব্যে নিজের বিশ্বাস নড়ে গেলে দুর্বল হয়ে পড়ব। তবে আমার বাবা সমস্ত রিভিউ পড়েন। কয়েকদিন পর আমাকে বলেন কোথায় কেমন লেখা হয়েছে। (হাসি) 
‘হাম পাঁচ’ করার সময় ভেবেছিলেন, আপনার সিনেমার সফর এত বর্ণময় হবে? 
সিদ্ধার্থ (রায় কাপুর, স্বামী) কয়েকদিন আগেই আমাকে এটা জিজ্ঞাসা করল। আমি বলেছিলাম, না। স্বপ্নের থেকেও বেশি অর্জন করেছি আমি (হাসি)।  
এরপর কী কাজ আসছে? 
এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিইনি। কমেডি ছবিতে অভিনয় করার খুব ইচ্ছা রয়েছে। খলচরিত্রেও কাজ করতে চাই।  
সিরিজে কবে দেখা যাবে আপনাকে? 
ওটিটিতে সবকিছুই কেমন যেন হিংসাত্মক। সবসময় রক্তপাত হচ্ছে। আমাদের মানুষকে একটু আনন্দ দেওয়া উচিত।
শামা ভগত • মুম্বই
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা