উত্তরবঙ্গ

পুজোর দিন গাজোল হাটে পায়রার জোড়া বিকোল সাড়ে তিনশোয়

সংবাদদাতা, পুরাতন মালদহ: কালীপুজো উপলক্ষ্যে বৃহস্পতিবার মালদহের গাজোল হাটে পায়রা কিনতে ভিড় উপচে পড়ল। সেখানে পায়রার জোড়া বিক্রি হলো ৩০০ থেকে ৩৫০ টাকায়। অনেকে দরদাম করে একটু কমেও কিনেছেন। বেচাকেনাও ভালো হয়েছে, ক্রেতা-বিক্রেতাদের মুখ দেখে তা স্পষ্ট। গাজোলের পায়রা বিক্রেতা রতন মণ্ডল বলেন,  কয়েক বছর ধরে হাটে পায়রা বিক্রি করছি। এবার ব্যবসা ভালো হয়েছে। 
রতনের সংযোজন, এবার ৩০০-৩৫০ টাকায় পায়রার জোড়া বিক্রি হয়েছে। তবে আরেকটু বেশি পাওয়ার আশায় ছিলাম।  কালীপুজোয় অনেকে পায়রা মানত করেন। অনেক মন্দিরে পায়রা বলি দেওয়া হয়। কোথাও উত্সর্গ করে দেওয়া হয়। সেজন্য এদিন গাজোল হাটে পায়রার ভালো বিক্রি হয়েছে। এদিন পায়রা নিতে এসেছিলেন ঘাকশোলের চায়না মাহাত, মহামায়া দাসরা। চায়না বলেন, গতবছর পুজোয় মানত করেছিলাম। পূরণ হয়েছে। এবার পুজোই তাই দেবীকে পায়রা উত্সর্গ করব। মহামায়া বলেন, ৩৫০ টাকায় একজোড়া পায়রা কিনেছি।  
গাজোল মার্চেন্ট চেম্বার্সের সহ সভাপতি অসিত প্রসাদ বলেন, এই প্রাচীন হাটে গোরু, ছাগল, পায়রা, হাঁস, মুরগি সব বিক্রি হয়। কালীপুজোয় পাঁঠা, পায়রার ভালো চাহিদা থাকে। এদিন সাপ্তাহিক হাটে পায়রার বিক্রিবাটা ভালোই হয়েছে। পাশের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকেও ক্রেতারা এসেছিলেন।
মালদহের গাজোলের হাটে পায়রা কিনতে ক্রেতাদের ভিড়।-নিজস্ব চিত্র
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা