উত্তরবঙ্গ

জলাশয়ের দখল নিতে বিজেপির হামলা, আহত ছয় তৃণমূল কর্মী

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মাছচাষের জন্য জলাশয়ের দখল নিতে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। এমনই অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদহে। ধারালো অস্ত্র, লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধরে গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছয় তৃণমূল কর্মী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জেলার পুখুরিয়া থানার বিনপাড়া এলাকায়। তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে অনেকেই এখন গ্রামছাড়া বলে জানিয়েছেন বাসিন্দারা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে বিজেপি। 
আক্রান্ত এক তৃণমূল কর্মীর আত্মীয় কেশব চৌধুরীর দাবি, আক্রান্তরা সবাই তৃণমূল করেন। এক বছর ধরে ওই জলাশয় নিয়ে ঝামেলা চলছে। পঞ্চায়েত ভোটের পর থেকেই বিজেপির লোকজন অশান্তি শুরু করেছে। কেশবের মন্তব্য, আমার বাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। এবার বোনকেও মারধর করা হল। বিজেপির লোকজন যে কোনও মূল্যে জলাশয়ের দখল নিতে মরিয়া। সেজন্যই দিনের পর দিন অত্যাচার করে চলেছে। পুখুরিয়া থানায় অভিযোগ করলেও পুলিস কোনও ব্যবস্থা নিচ্ছে না।
আক্রান্তদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত টানা হামলা চালায় দুষ্কৃতীরা। তারপর ভোর চারটে পর্যন্ত একাধিক বাড়িতে ঢুকে অত্যাচার চালায় বিজেপির লোকজন। এপ্রসঙ্গে কেশব বলেন, আমি শ্বশুরবাড়িতে থাকি। বাড়িতে একা থাকেন মা। সকালে মাকেও মারধর করা হয়েছে। মালদহ মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, সুভাষ চৌধুরী, দিলীপ চৌধুরী ও রিঙ্কি চৌধুরী সহ ছয় তৃণমূল কর্মী মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁদের চোট যথেষ্ট গুরুতর।
স্থানীয় সূত্রে খবর, জলাশয় দখলকে কেন্দ্র করে মাঝে মধ্যেই দুষ্কৃতীরা গ্রামে হামলা চালাচ্ছে। শুক্রবার রাতে বাসিন্দারা প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্ত তৃণমূল কর্মীরা। থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। আক্রান্ত আর এক তৃণমূল কর্মীর আত্মীয় সুভাষ চৌধুরীর কথায়, ২০২১ সালের অক্টোবর মাসে এই জলাশয়টি লিজ নিয়েছিলাম। ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ আছে। কিন্তু বিজেপি কর্মীরা জোর করে তার আগেই এই জলাশয় দখল করার চেষ্টা করছে। 
বিজেপির মালদহ উত্তর সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত অবশ্য বলেন, একটি জলাশয় দখলকে কেন্দ্র করে কয়েকটি পরিবার ঝামেলা করছে। বিনপাড়ার গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির বলে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। বিজেপির জেলা সভাপতির সংযোজন, এই ঘটনায় গ্রামবাসীরা থানায় অভিযোগ জানিয়েছেন। দু’পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে পুলিস সক্রিয় হয়েছে।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা