উত্তরবঙ্গ

নালায় পড়ে শাবকের মৃত্যু, দিনভর দাঁড়িয়ে দেহ আগলে রাখল মা হাতি

সংবাদদাতা, বানারহাট: মৃত শাবকের দেহ আগলে সকাল থেকে চা বাগানের পাশে দিনভর দাঁড়িয়ে রইল মা হাতি। চা বাগানের নালায় পরে একরত্তি সন্তানের মৃত্যু মানতে না পেরে শাবককে উদ্ধারের প্রাণপণ চেষ্টা করেও সফল হয়নি হাতিটি। সেজন্য দিনভর শাবকের ধারে কাউকে ঘেঁষতেও দেয়নি। এমনকি বনকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের গাড়িও ভাঙচুর করে মা হাতিটি। তবে সেই সময় বনদপ্তরের গাড়িতে কেউ ছিল না বলে কোনও প্রাণহানি ঘটেনি। শনিবার সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বানারহাট ব্লকের কারবালা চা বাগানে। দেহ আগলে রাখায় বনকর্মীরা সেটি উদ্ধার করতে পারেননি। 
শনিবার ভোরে রেতির জঙ্গল থেকে বেরিয়ে হাতির একটি দল কারবালা চা বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় ১৫ নম্বর সেকশনের নালায় শাবকটি পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এরপর থেকেই মৃত শাবকটির দেহ পাহারা দিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে মা হাতিটি। দেহটি মাটি চাপা দিয়ে সমাধিস্থ করার চেষ্টাও করে। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াড, বানারহাট রেঞ্জ এবং খুনিয়া ওয়াইল্ডলাইফ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। সেই সময় বনদপ্তরের একটি গাড়ির ওপরেও মা হাতিটি হামলা করে। ভিড় জমানো স্থানীয়দের দিকেও হাতিটি বারবার তেড়ে যায়। সন্তান হারানোর শোকের কারণেই হাতিটি এমন আচরণ করছে বলে বনদপ্তর জানায়। এদিন সন্ধ্যা পর্যন্ত মা হাতিটি শাবককে আগলে থাকায় মৃত শাবককে উদ্ধার করতে পারেনি বনদপ্তর।
হস্তিশাবকের মৃত্যু হলে তার দেহ সমাধিস্থ করার প্রবণতা হাতিদের মধ্যে দেখা যায়। বনদপ্তর সূত্রে জানানো হয়, কী কারণে শাবকটি মারা গেল তা খতিয়ে দেখা হচ্ছে। মা হাতিটি দিনভর শাবককে আগলে রাখায় আমরা মৃত শাবকটিকে উদ্ধার করা পারিনি। রাতভর আমরা মৃত শাবকটিকে পাহারা দেব। রবিবার মৃত শাবকটি উদ্ধার করার চেষ্টা করা হবে। - নিজস্ব চিত্র।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা