উত্তরবঙ্গ

রায়গঞ্জে ফুলের দামে আগুন, ১০৮ জবার মালা ৩৫০ টাকা

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রণচণ্ডী হোক বা দয়াময়ী মাতৃরূপ। লাল জবা ছাড়া মা কালীর আরাধনা কার্যত অসম্পূর্ণ। সেই জবার দাম বৃহস্পতিবার সকাল থেকে যেন আকাশছোঁয়া। রায়গঞ্জের বাজারগুলিতে এদিন ১০৮টি জবাফুলের মালা বিক্রি হয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায়। প্রতি পিস জবার দাম ছিল চার টাকা। ফলে বাজারে গিয়ে ক্রেতাদের চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল। 
কালীপুজো উপলক্ষ্যে এদিন সকাল থেকেই রায়গঞ্জের মোহনবাটি, দেবীনগর, কলেজপাড়া, বন্দর, স্টেশন বাজার চত্বরে ফুল, ফল ও মিষ্টির দোকানে ভিড় ছিল নজরকাড়া। মোহনবাটি বাজারের ফুল বিক্রেতাদের মধ্যে পবন মণ্ডলের কথায়, চাহিদার তুলনায় লাল জবার যোগান অত্যন্ত কম। তাই সাধারণ দিনে ১০৮ পিস জবা দিয়ে তৈরি যে মালা বিক্রি করেছি ৮০ থেকে ১৫০ টাকায়। সেগুলির এদিন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দাম ছিল। পাইকারি বাজার থেকে ২৫০ টাকায় ১০০ পিস জবা কিনতে হয়েছে আমাদের। কালীপুজো মিটলেই আবার দাম নামবে। 
এদিন দাম চড়া ছিল অন্যান্য ফুলেরও। ফুল বিক্রেতা দিলীপ সরকার, পপি সরকারের কথায়, ১০০ টাকা কেজি দরে গাঁদা ফুল বিক্রি হয়েছে। অন্যান্য দিন অনেকটাই কম থাকে। পাইকারি বাজার থেকে বেশি দামে ফুল কিনেছি। শুধু রায়গঞ্জের ফুলে হয়নি। কলকাতা থেকেও জবা, গাঁদা সহ অন্যান্য ফুল আনতে হয়েছে। পাশাপাশি পদ্ম ফুল প্রতি পিসের দাম ছিল ১৫ টাকা।
দাম শুনে ভ্রু কুঁচকে গেলেও শেষ পর্যন্ত বেশি টাকাতেই ফুল কিনতে হয়েছে মিলনপাড়ার বাসিন্দা মিঠু মজুমদারকে। তিনি জবা ফুলের মালা কেনেন ৩০০ টাকায়। ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল সেনগুপ্ত বলেন, ফুলের দাম আকাশছোঁয়া। বাড়ির জন্য ৫০ টাকার জবা ফুল কিনেছি। তাতে ৮ থেকে ১০ পিস ফুল রয়েছে। অন্যান্য ফুলের দামও বেশি।
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা