আমডাঙায় ফাঁকা মাঠে মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য
আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েতের শশীপুর এলাকায় ফাঁকা মাঠে এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। তবে, দেহ এখনও শনাক্ত করতে পারেনি পুলিস।

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েতের শশীপুর এলাকায় ফাঁকা মাঠে এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। তবে, দেহ এখনও শনাক্ত করতে পারেনি পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ন'টা নাগাদ এলাকার লোকজন চাষের কাজের জন্য মাঠে যান। সেই সময় তাঁরা গিয়ে দেখেন এক ব্যক্তির জমিতে এক মহিলার অর্ধদগ্ধ দেহ পড়ে রয়েছে।
জমি মালিক মহম্মদ ইউসুফ আলি বলেন, ‘সকালে পড়শিদের কাছে খবর পেয়ে মাঠে এসে দেখি এই ঘটনা।’ কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাল তা স্পষ্ট নয়। অন্যদিকে আমিদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘দেখে যা মনে হয়েছে মহিলার বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে হবে।’ স্থানীয় পঞ্চায়েত সদস্য আক্রাম হোসেন বলেন, ‘আগে এই ধরনের ঘটনা ঘটেনি। আমরা সত্যিই অবাক।’
গোটা ঘটনার তদন্তে পুলিসের পদস্থ কর্তারা। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাসতের এসডিপিও আজিঙ্কে বিদ্যাগর আনন্ত। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্নিফার ডগ নিয়ে গোটা ঘটনার দ্রুত কিনারা করতে চাইছে পুলিস।
tags
related_post
রাশিফল
-
রাশিফল (১৮/০৪/২৫ )
- post_by Admin
- এপ্রিল 19, 2025
অমৃত কথা
-
সন্ন্যাসী
- post_by বর্তমান
- এপ্রিল 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ডলার (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
পাউন্ড (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ইউরো (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ডলার (১৭/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
নিফটি ৫০ (১৭/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025