‘বিরাট আরও ২ বছর টেস্ট খেলতে পারত’, মন্তব্য বীরেন্দ্র সেওয়াগের
টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন বিরাট কোহলি। ভিকে’র সিদ্ধান্ত ঘোষণার এক সপ্তাহ পরেও তা নিয়ে ক্রিকেট মহলে চর্চা অব্যাহত। হবে না-ই বা কেন? ১২৩ টেস্টে কোহলির রান সংখ্যা ৯২৩০।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৯, ২০২৫
নয়াদিল্লি: টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন বিরাট কোহলি। ভিকে’র সিদ্ধান্ত ঘোষণার এক সপ্তাহ পরেও তা নিয়ে ক্রিকেট মহলে চর্চা অব্যাহত। হবে না-ই বা কেন? ১২৩ টেস্টে কোহলির রান সংখ্যা ৯২৩০। হাতছানি ছিল ১০ হাজারি ক্লাবের সদস্যপদ। অথচ ৭৭০ রান দূরেই থেমে গেলেন বিরাট। এত তাড়াহুড়ো কেন? সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন সমীকরণ উস্কে দিচ্ছেন অনুরাগীরা। সিদ্ধান্তের নেপথ্যে ‘গুরু-গম্ভীর’ কারণও খোঁজা হচ্ছে। এমন সময় জল্পনা আরও উস্কে দিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। বীরুর মন্তব্য, ‘বড্ড তাড়াতাড়ি টেস্টকে বিদায় জানাল কোহলি। আরও অন্তত দুটো বছর খেলতেই পারত। টেস্টে বিরাটকে আর দেখা যাবে না। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। কোনওমতেই মানা যাচ্ছে না।’ টেস্টকে বিদায় জানালেও সাদা বলের ক্রিকেট অবশ্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। বিশেষজ্ঞদের ধারণা, ২০২৭ ওডিআই বিশ্বকাপই কিং কোহলির পাখির চোখ।
সেওয়াগ চিরকালই স্পষ্টবক্তা। ব্যাটিংয়ের মতো মুখেও চালিয়ে খেলতে ভালোবাসেন। কথায় চাবুকের ধার। তাঁর সংযোজন, ‘দুরন্ত ফিটনেস কোহলির সম্পদ। বয়স কোনও বাধাই নয়। রানের খিদেও একফোঁটা কমেনি। তা সত্ত্বেও এমন সিদ্ধান্ত বিস্ময়কর।’ ৩৬ বছর পার করেও বিরাটের এনার্জিতে ভাটা পড়েনি এতটুকু। আইপিএলের ঠাসা সূচি সামলে প্রতি ম্যাচেই নিজেকে উজাড় করে দিচ্ছেন তিনি। বলা ভালো, কিং কোহলির চওড়া ব্যাটে ভরসা রেখেই প্রথমবারের জন্য কোটিপতি লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে আরসিবি। অফুরন্ত এনার্জির ভাণ্ডার কোহলির ক্ষেত্রে তাই মানসিক ক্লান্তির যুক্তি কোনওমতেই কল্কে পাচ্ছে না। উল্লেখ্য, আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সিমিং উইকেটে পাঁচ টেস্টের সিরিজ সত্যিই চ্যালেঞ্জিং। বিশেষজ্ঞদের ধারণা, রোহিত শর্মা ও বিরাট কোহলি পরপর অবসর নেওয়ায় ব্যাটিং লাইন-আপে প্রভাব পড়তে পারে।
এদিকে, জোর গুঞ্জন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দেখা যেতে পারে কোহলিকে। মিডলসেক্স তাঁকে পেতে দারুণ আগ্রহী। দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকেও অফার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মিডলসেক্সে যোগ দিলে একই দলে খেলতে দেখা যাবে তিন তারকাকে। কাউন্টি কর্তাদের আশা, এতে টিকিট বিক্রি বাড়বে। সবমিলিয়ে টেস্টকে ‘টা টা’ জানালেও সেই কোহলিই আলোচনার কেন্দ্রে। তাঁকে ঘিরেই ফোকাসের বৃত্ত। প্রচারের সার্চলাইট খুঁজে বেড়াচ্ছে মহাতারকাকে।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 23, 2025
অমৃত কথা
-
সন্ন্যাসী
- post_by বর্তমান
- জুন 23, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুন 21, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 21, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 21, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 22, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 22, 2025