রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

চোখের জলেই জোতাকে বিদায় দিলেন ফন ডিকরা

গন্ডোমার স্পোর্টিং ক্লাব। পোর্তোর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত এই ক্লাবের মাঠেই প্রথমবার ফুটবলে লাথি মেরেছিলেন ডিয়োগো জোতা। শনিবার সেই মাঠেই পর্তুগিজ ফুটবলারটিকে শ্রদ্ধা জানানোর জন্য ছিল সারি সারি পুষ্পস্তবক। 

চোখের জলেই জোতাকে বিদায় দিলেন ফন ডিকরা

লিসবন: গন্ডোমার স্পোর্টিং ক্লাব। পোর্তোর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত এই ক্লাবের মাঠেই প্রথমবার ফুটবলে লাথি মেরেছিলেন ডিয়োগো জোতা। শনিবার সেই মাঠেই পর্তুগিজ ফুটবলারটিকে শ্রদ্ধা জানানোর জন্য ছিল সারি সারি পুষ্পস্তবক। ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা। শেষবারের জন্য ক্লাবের লাগোয়া ইগরেজা মাত্রিজ গির্জায় আনা হয় কফিনবন্দি জোতাকে। ২৮ বছর বয়সি এই তরুণ অ্যাটাকারকে শেষ শ্রদ্ধা জানাতে ততক্ষণে গন্ডোমায় পৌঁছে গিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফুটবলাররা। হাজির ছিলেন শতাধিক ফুটবল অনুরাগী। এদিন জোতার শেষকৃত্যে হাজির হয়ে নিজেকে সামলাতে পারলেন না লিভারপুলের কোচ আর্নে স্লট ও ফুটবলাররা। ভার্জিল ফন ডিক, অ্যান্ডি রবার্টসনদের পাশাপাশি জাতীয় দলের সতীর্থকে শেষ শ্রদ্ধা জানাতে এসে বেশ আবেগতাড়িত দেখায় ব্রুনো হার্নান্ডেজ, রুবেন ডিয়াজদের। চোখের জল মুছতে মুছতেই গির্জা থেকে বের হন লিভারপুলের প্রাক্তন ফুটবলার জর্ডন হেন্ডারসন। মাত্র ২৮ বছর বয়সেই এভাবে জোতাকে হারাতে হবে, স্বপ্নেও ভাবেননি কেউ।
বুধবার রাতে স্পেনের জামোরায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার। ২৮ বছর বয়সি প্রয়াত এই পর্তুগিজ ফুটবলারকে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই ক্লাবের ২০ নম্বর জার্সিতে সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। একইসঙ্গে চুক্তি মতো জোতার আগামী দু’বছরের বেতন তাঁর পরিবারের হাতে তুলে দেবে প্রিমিয়ার লিগের ক্লাবটি। পাশাপাশি ফিফার তরফ থেকেও শুক্রবার ক্লাব বিশ্বকাপের ম্যাচে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাশিফল