বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

হেরে শিশিরকে দায়ী করলেন লিটন

বাংলাদেশকে চমকে দিল সংযুক্ত আরব আমিরশাহি। শারজায় টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় রান তাড়া করে লিটন, তানজিদদের হারাল আমিরশাহি। তিন ম্যাচের সিরিজের ফল এখন ১-১।

হেরে শিশিরকে দায়ী করলেন লিটন

শারজা: বাংলাদেশকে চমকে দিল সংযুক্ত আরব আমিরশাহি। শারজায় টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় রান তাড়া করে লিটন, তানজিদদের হারাল আমিরশাহি। তিন ম্যাচের সিরিজের ফল এখন ১-১। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে বাংলাদেশ। এক বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আমিরশাহি। উল্লেখ্য, টেস্ট খেলিয়ে কোনও দেশের বিরুদ্ধে এটাই তাদের সর্বাধিক রান তাড়া করে জয়। 
বাংলাদেশের শুরুটা অবশ্য খারাপ হয়নি। ওপেনিং জুটিতে ৯০ রান তোলেন লিটন (৪০) ও তানজিদ (৫৯)। দু’শোর গণ্ডি পার করেও ম্যাচ হারতে হবে অনেকেই ভাবেননি। হয়তো আমিরশাহিকে কিছুটা হাল্কাভাবেই নিয়েছিলেন তাঁরা। একা মুহম্মদ ওয়াসিমই (৪২ বলে ৮২ রান) শেষ করে দেন বাংলাদেশকে। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে তানজিত, রিশাদরা স্রেফ কাগুজে বাঘ হয়েই রইলেন। ম্যাচ হেরে শিশিরকে দুষলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমরা ভালো রান তুলেছিলাম। জেতার সুযোগ ছিল। কিন্তু শিশির পড়ায় ওরা সুবিধা পেয়েছে।’