দু’টি ইঞ্জিন বিকল হওয়াতেই দুর্ঘটনা! নয়া ভিডিওতে দাবি মার্কিন বিশেষজ্ঞের
আমেদাবাদ বিমান দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। প্রকৃত কারণ কী, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তার মধ্যেই দুর্ঘটনার নেপথ্যে নতুন কারণের দিকে ইঙ্গিত করলেন মার্কিন নৌবাহিনীর এক প্রাক্তন পাইলট।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৭, ২০২৫
ওয়াশিংটন: আমেদাবাদ বিমান দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। প্রকৃত কারণ কী, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তার মধ্যেই দুর্ঘটনার নেপথ্যে নতুন কারণের দিকে ইঙ্গিত করলেন মার্কিন নৌবাহিনীর এক প্রাক্তন পাইলট। ক্যাপ্টেন স্টিভ শেবনারের দাবি, দু’টি ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার জন্যই এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ভেঙে পড়েছে।
দুর্ঘটনার ঠিক পরেই স্টিভ দাবি করেছিলেন, বিমানের ফ্ল্যাপগুলি সম্ভবত ঠিক করে সেট করতে পারেননি ড্রিমলাইনারের পাইলট। বিমানে পাখির ধাক্কা বা দূষিত জ্বালানির সম্ভাবনার দিকেও ইঙ্গিত করেন তিনি। তা নিয়ে শুরু হয় তুমুল চর্চা। এর মধ্যেই এক নতুন ভিডিও প্রকাশ করেছেন মার্কিন উড়ান বিশেষজ্ঞ। জানিয়েছেন, দুর্ঘটনার একটি স্পষ্ট ভিডিও খতিয়ে নিজের মত বদল করছেন তিনি। তাঁর যুক্তি, ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের নীচ থেকে ছোট পাখার মতো র্যাম এয়ার টার্বাইন (র্যাট) বেরিয়ে এসেছে। একমাত্র বিমানের দুটি ইঞ্জিন খারাপ হলেই এই র্যাট স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে এসে বিমানকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। আমেদাবাদেও ইঞ্জিন বিকল হওয়ায় র্যাট কাজ শুরু করে।
ক্যাপ্টেন স্টিভ শেবনারের প্রথম দাবির প্রতিধ্বনি শোনা যায় একাধিক বিশেষজ্ঞের গলায়। তাঁদের মতে, বোয়িং ৭৮৭-এর উইং ফ্ল্যাপ ও ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। প্রাক্তন ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট অ্যালিস্টার রোজেনসেন জানান, যেভাবে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ল্যান্ডিং গিয়ার নামানো ছিল, তা থেকেই স্পষ্ট কোথাও গোলমাল রয়েছে। এই প্রসঙ্গেই সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, গত একমাসে এই একই গোত্রের বিমান (বোয়িং ৭৮৭) উইং ফ্ল্যাপের সমস্যার জন্য চারবার আপৎকালীন অবতরণ করতে বাধ্য হয়।
related_post
অমৃত কথা
-
‘বিবেকচূড়ামণি’
- post_by বর্তমান
- জুলাই 19, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025