শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

সেনাবাহিনীকে সম্মান জানিয়ে মমতার নির্দেশে পথে তৃণমূল

দেশের সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষ্যে আগামী শনি ও রবিবার তাদের তরফে রাজ্যজুড়ে কর্মসূচি নেওয়া হয়েছে। 

সেনাবাহিনীকে সম্মান জানিয়ে মমতার নির্দেশে পথে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষ্যে আগামী শনি ও রবিবার তাদের তরফে রাজ্যজুড়ে কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে একদিকে সেনা জওয়ানদের প্রতি সম্মাননা জ্ঞাপনের পাশাপাশি বীর শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। তৃণমূলের স্পষ্ট নির্দেশ, যুদ্ধ নিয়ে কেউ কোনোরকম বিরূপ মন্তব্য করবেন না। এই বিষয়ে বিজেপির সঙ্গে কোনোরকম রাজনৈতিক বিবাদে জড়াবেন না। এখন সকলের মূল কাজ হল, সেনাবাহিনীর প্রতি সর্বোচ্চ সম্মান জানানো।
পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশকে প্রতি মুহূর্তে সুরক্ষিত রাখছেন সেনা জওয়ানরাই। দেশের স্বার্থে তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই আবহে সেনাবাহিনীর লড়াই, আত্মত্যাগের কথা স্মরণ করে জওয়ানদের প্রতি সম্মাননা জ্ঞাপনের কর্মসূচি নিয়েছে তৃণমূল। বুধবার তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেন, আগামী শনি ও রবিবার বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত রাজ্যের সব ওয়ার্ড ও ব্লকে কর্মসূচি নেওয়া হয়েছে। লড়াকু সেনাদের প্রতি সম্মান জানানো হবে। একইভাবে বীর শহিদ জওয়ানদের প্রতি জানানো হবে শ্রদ্ধাঞ্জলি। শহিদ জওয়ানদের বাড়িতে গিয়েও শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। এই কর্মসূচির দিক্‌নির্দেশিকা সব জেলায় পাঠিয়েছেন সুব্রত বক্সি। তাতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষতা রক্ষার কাজে ও শত্রুর মোকাবিলায় সেনাবাহিনী যে অভূতপূর্ব এবং দুঃসাহসী ভূমিকা পালন করেছে, তার জন্য কৃতজ্ঞতা জানানো হবে। জাতীয়তাবাদী মিছিল সংগঠিত হবে। মিছিল শেষে হবে একটি মিটিং।
তৃণমূলের নির্দেশ, সেনা নিয়ে কোনোরকম রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না। শহিদদের আত্মত্যাগকে স্মরণ করতে হবে। মনে রাখতে হবে, ভারতীয় সেনা আমাদের অহঙ্কার, আমাদের গর্ব। তাঁদের সাহস, আত্মত্যাগ ও দায়বদ্ধতা আমাদের অনুপ্রেরণা। বাংলার বাইরেও সেনাবাহিনীর প্রতি সম্মান জানানোর কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই কর্মসূচি নেওয়া হয়েছে অসম ও ত্রিপুরায় ১৭ মে এবং গোয়ায় ১৯ মে।