শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি

আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের কোনও জায়গার জন্য তাপপ্রবাহের সতর্কতা  আপাতত নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত। এজন্য বায়ুমণ্ডলে বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। গরম থাকার কারণে ভূপৃষ্ঠ থেকে তাপের বিকিরণের মাত্রা বেশি আছে। এজন্য বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। পাশাপাশি চড়া গরমও আছে। বুধবার সকাল থেকে অবশ্য উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। বিকেলের পর পুরুলিয়া, মুর্শিদাবাদসহ কয়েকটি জেলায় জমা হয় বজ্রগর্ভ মেঘ।