শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

ডুরান্ডের আগে মাঠ সমস্যায় তিন প্রধান

ডুরান্ড টুর্নামেন্টের আয়োজক সেনাবাহিনী। কিন্তু প্রতি বছরই প্রস্তুতি নিয়ে সমস্যায় পড়ে বিভিন্ন ক্লাব। চলতি মরশুমেও তার সুরাহা হয়নি। টুর্নামেন্ট শুরুর প্রায় একমাস আগেই যুবভারতী ক্রীড়াঙ্গন সহ একাধিক প্র্যাকটিস মাঠের দখল নিয়েছে তারা।

ডুরান্ডের আগে মাঠ সমস্যায় তিন প্রধান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ডুরান্ড টুর্নামেন্টের আয়োজক সেনাবাহিনী। কিন্তু প্রতি বছরই প্রস্তুতি নিয়ে সমস্যায় পড়ে বিভিন্ন ক্লাব। চলতি মরশুমেও তার সুরাহা হয়নি। টুর্নামেন্ট শুরুর প্রায় একমাস আগেই যুবভারতী ক্রীড়াঙ্গন সহ একাধিক প্র্যাকটিস মাঠের দখল নিয়েছে তারা। পাশাপাশি একাধিক মাঠ ঘরোয়া লিগের ম্যাচ চলায় প্র্যাকটিস নিয়ে চরম বিভ্রান্তি। ফলে ডুরান্ড কাপের আগে মাঠ সমস্যায় তিন প্রধান। মাঠ সমস্যার দ্রুত সমাধান চেয়ে ডুরান্ড আয়োজকদের ইতিমধ্যেই চিঠি দিয়েছে মোহন বাগান। পাশাপাশি সূত্রের খবর, ম্যাকলারেন-কামিংসদের প্রস্তুতি শুরু হতে পারে আগস্টে। চলতি মরশুমে সরাসরি এসিএল টু’তে অংশ নেবে সবুজ-মেরুন ব্রিগেড। ওয়েস্টার্ন জোনে রয়েছে হোসে মোলিনার দল। সেপ্টেম্বরে ম্যাচের আগে অন্তত চার সপ্তাহের প্রি-সিজন অনুশীলন করানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টর।
আগামী ২৩ জুলাই যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধন। প্রথম ম্যাচেই মাঠে নামবে ইস্ট বেঙ্গল। তার আগে দ্রুত সিনিয়র দলের প্র্যাকটিস শুরুর ভাবনায় ম্যানেজমেন্ট। আনোয়ার, জিকসন, মহেশ সিংদের কাছে সেই বার্তাও পৌঁছেছে। ক্লাবের মাঠ সংস্কারের কাজ চলছে। তাই প্র্যাকটিস মাঠ চূড়ান্ত হলেই অনুশীলনের তারিখ জানানো হবে। তবে ডুরান্ড কাপে বিদেশি ফুটবলার খেলানো নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এসবের মধ্যেই শনিবার শৌভিক চক্রবর্তীর সঙ্গে দু’বছর চুক্তি নবীকরণের কথা ঘোষণা করল লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। 

রাশিফল