শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

শুল্ক-গুঁতো সামলে চাঙ্গা শেয়ার বাজার

গত শুক্রবারের পর বাংলা নববর্ষের প্রথম দিনেও অব্যাহত শেয়ার বাজারে ষাঁড়ের দৌড়। মঙ্গলবার বাজার খোলার পর থেকেই হুড়মুড়িয়ে শুরু হয় কেনা। 

শুল্ক-গুঁতো সামলে চাঙ্গা শেয়ার বাজার

মুম্বই: গত শুক্রবারের পর বাংলা নববর্ষের প্রথম দিনেও অব্যাহত শেয়ার বাজারে ষাঁড়ের দৌড়। মঙ্গলবার বাজার খোলার পর থেকেই হুড়মুড়িয়ে শুরু হয় কেনা। আগাগোড়াই তেজি ছিল সূচক। বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্সে  ১ হাজার ৭৫০.৩৭ পয়েন্ট বা ২.৩৭ শতাংশ উত্থান দেখা যায়। দিনের শেষে ১ হাজার ৫৭৭.৬৩ পয়েন্ট বা ২.১০ শতাংশ বেড়ে থিতু হয় ৭৬,৭৩৪.৮৯ পয়েন্টে। একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও বড়সড় লাফ দেয়। শেষপর্যন্ত ৫০০ অঙ্ক বা ২.১৯ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ২৩ হাজার ৩২৮.৫৫ পয়েন্টে। সবমিলিয়ে গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর সূচকের ধসের জেরে যে লোকসান হয়েছিল তা সামলে নেওয়া গিয়েছে। বিশ্বের প্রথম শেয়ার বাজার হিসেবে ওই ক্ষতি মুছে ফেলল ভারতের শেয়ার বাজার। 
ট্রাম্পের ঘোষণার জেরে সারা বিশ্বে শেয়ার বাজারেই কাঁপুনি ধরেছিল। ধস নামে সূচকে। বিপুল লোকসানের মুখে পড়েন লগ্নিকারীরা। এরপর গত ৯ এপ্রিল ওই শুল্ক নীতি কার্যকরের দিন আচমকাই তা তিনমাসের জন্য স্থগিতের ঘোষণা করেন ট্রাম্প। এর জেরে বৃহস্পতিবারের মহাবীর জয়ন্তীর ছুটির পর শুক্রবার বাজার খুলতেই চাঙ্গা হয়ে উঠেছিল সেনসেক্স। সেই ধারা মঙ্গলবারও অব্যাহত থাকল। দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও হংকংয়ের সূচকগুলিও ছিল সবুজ। ইউরোপের বাজারেও ছিল চাঙ্গা। সোমবার মার্কিন শেয়ার বাজারের সূচকেও ছিল ইতিবাচক সঙ্গেত।