সঞ্জয় সেনই থাকুন বাংলার কোচ, প্রস্তাব ক্রীড়ামন্ত্রীর
সাফল্যের স্বীকৃতি পেতে চলেছেন সঞ্জয় সেন। আগামী মরশুমেও সন্তোষ ট্রফিতে বাংলার কোচের পদে তাঁকেই চাইছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাফল্যের স্বীকৃতি পেতে চলেছেন সঞ্জয় সেন। আগামী মরশুমেও সন্তোষ ট্রফিতে বাংলার কোচের পদে তাঁকেই চাইছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবার আইএফএ’র এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সঞ্জয় সেনের হাত ধরেই এবার ভারতসেরা হয়েছে বাংলা। তাঁর কোচিংয়ের উপর আমাদের সকলের আস্থা রয়েছে। আসন্ন মরশুমে সঞ্জয়ের উপরেই ভরসা রাখা উচিত।’ অনুষ্ঠান শেষে বঙ্গীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব আমরা কোচেস কমিটির সামনে রাখব। আশা করি সকলেই একমত হবেন।’
গত মরশুমে কোচ সঞ্জয় সেনের তত্ত্বাবধানে সন্তোষ ট্রফিতে দুরন্ত ছন্দ মেলে ধরে বাংলা দল। একঝাঁক অনামী ফুটবলারদের নিয়ে গ্রুপ পর্বে দাপট বজায় রেখে মূলপর্বের ছাড়পত্র আদায় করে। এরপর ফাইনালে কেরলকে রবি হাঁসদার একমাত্র গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা। অতীতে এই প্রতিযোগিতায় সংশয়াতীত আধিপত্য ছিল এই রাজ্যের। তবে ভূমিপুত্র খেলানোর নিয়ম চালু হওয়ার পর এই গরিমা কমতে থাকে। ফের তা পুনরুদ্ধার করেন সঞ্জয় সেন। ক্লাব ফুটবলেও তিনি সফল। এদিন সঞ্জয় বলেন, ‘বাংলা দলের কোচিং করানো গর্বের বিষয়। তাই ফের নাম প্রস্তাবের জন্য আমি ক্রীড়ামন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তবে মানসিকভাবে এখনও আমি প্রস্তুত নই। একটু সময় লাগবে।’
এদিকে, এবারের কলকাতা ফুটবল লিগ উৎসর্গ করা হল কিংবদন্তি ফুটবলার তথা কোচ পিকে ব্যানার্জিকে। সোমবার দক্ষিণ কলকাতার এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর ছবি সম্বলিত কলকাতা ফুটবল লিগের একটি ডাকটিকিট উদ্বোধন করা হয়। পাশাপাশি প্রথমবারের জন্য কলকাতা লিগে ম্যাসকট হিসেবে প্রকাশিত হন গোপাল ভাঁড়। বুধবার ঢাকে কাঠি পড়ছে এবারের কলকাতা লিগে। নৈহাটিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিএসএস ও কালীঘাট এমএস।
related_post
অমৃত কথা
-
আগুন
- post_by বর্তমান
- জুলাই 9, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিনে
- post_by Admin
- জুলাই 11, 2025
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুলাই 10, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 10, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 10, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 10, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 10, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 10, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 10, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 10, 2025