আপাতত বন্ধ ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমার শ্যুটিং, রিলিজ ঘিরে অনিশ্চিয়তা
প্রায় বছর দেড়েক আগে ২০২৩ সাল নাগাদ অক্ষয় কুমারের একটি সিনেমার শ্যুটিং শুরু হয়। বিগ বাজেটের এই ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৯, ২০২৫
মুম্বই, ১৯ জুন: প্রায় বছর দেড়েক আগে ২০২৩ সাল নাগাদ অক্ষয় কুমারের একটি সিনেমার শ্যুটিং শুরু হয়। বিগ বাজেটের এই ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। জানা গিয়েছিল এটি ছিল আসলে ওয়েলকাম-এর সিক্যুয়েল। সিনেমা রিলিজের সম্ভাব্য তারিখ ছিল গত বছরের শেষের দিক অর্থাৎ ডিসেম্বর মাস নাগাদ। কিন্তু শেষমেশ তা হয়নি। আশ্চর্যের বিষয়, ছবির মাত্র ৬০ শতাংশ দৃশ্যই না কী শ্যুট করা হয়েছে। আটকে রয়েছে বাকি ৪০ শতাংশ শ্যুটিংয়ের কাজ। শ্যুটিংয়ের তারিখ বারবারই বাতিল হচ্ছে। গত ৬ মাসে একাধিকবার এই ঘটনা ঘটেছে। কার্যতই দিশেহারা গোটা টিম। ফলে এবার সিনেমার মুক্তি পাওয়াকে ঘিরেই রীতিমতো অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বলিউডের অন্যতম বড় কমেডি প্রজেক্ট এটি। এই ছবির স্টারকাস্টও বিরাট মাপের। রয়েছেন- অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, লারা দত্ত, রবিনা ট্যান্ডন, জনি লিভার, আরশাদ ওয়ারশি, সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, রাজপাল যাদব, তুষার কাপুর এবং শ্রেয়াস তলপড়ে-সহ একঝাঁক তারকা। পরিচালনার দায়িত্বে রয়েছেন আহমেদ খান। প্রযোজনা করছেন ফিরোজ নাদিয়াদওয়ালা। কানাঘুষোয় খবর বর্তমানে, এই ছবিটি আর্থিক সংকটে পড়েছে। অনেকেরই পারিশ্রমিক দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকী অভিনেতাদের পাশাপাশি শ্যুটিং টিমের মেম্বরদের টাকাও না কী আটকে গিয়েছে! ফলে এখনও অনেকেই ছবির সঙ্গে থাকলেও কাজ করা নিয়ে তাঁরা মোটেই আগ্রহী নন। বি-টাউন সূত্রে খবর, গত জুন মাসে কাশ্মীরে এই ছবির টানা শ্যুটিং করার কথা ছিল। কিন্তু তারমধ্যেই পহেলগাঁও কাণ্ড ঘটায় তা বাতিল করা হয়। এরপর বিকল্প শ্যুটিংয়ের জায়গা হিসেবে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানকে বেছে নেওয়া হয়। কিন্তু তারপর শ্যুটিং সংক্রান্ত কোনও কাজ এখনও পর্যন্ত আর এগোয়নি!
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025