সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

আইপিএল ফাইনাল সরানো রাজনৈতিক ষড়যন্ত্র, কেন্দ্রকে তোপ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের

ইডেন গার্ডেন্স থেকে আইপিএল প্লে-অফ ও ফাইনাল সরানোয় ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার নব মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বোর্ডের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আইপিএল ফাইনাল সরানো রাজনৈতিক ষড়যন্ত্র, কেন্দ্রকে তোপ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেন গার্ডেন্স থেকে আইপিএল প্লে-অফ ও ফাইনাল সরানোয় ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার নব মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বোর্ডের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর পাশে ছিলেন ক্রীড়াদপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা ও পুলিস কমিশনার মনোজ ভার্মা। ক্রীড়ামন্ত্রীর কথায়, ‘ইডেনে আইপিএলের একটি প্লে-অফ ও ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু অজানা কোনও কারণে ম্যাচ দু’টি সরিয়ে দেওয়া হল বা রাজনৈতিক কারণে। যারা করেছেন তাঁদের একটা কথাই বলব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করছেন করুন, কিন্তু বাংলার ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করা হল কেন?’
ক্রীড়ামন্ত্রীর নিশানা যে কেন্দ্রীয় সরকারের দিকে তা বলাই বাহুল্য। কারণ, কলকাতাকে বঞ্চিত করে আইপিএলের ফাইনাল দেওয়া হয়েছে আইসিসি চেয়ারম্যান জয় শাহের রাজ্যকে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে মহাম্যাচ। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র তথা আইসিসি’র চেয়ারম্যানকে খুশি করার জন্যই এমন বেনজির সিদ্ধান্ত বিসিসিআইয়ের। বৃষ্টির সম্ভাবনা শুধুই অজুহাত। বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার আবার এক্স হ্যান্ডেলে দাবি করেন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তাজনিত কারণে ইডেন থেকে ফাইনাল সরানো হয়েছে। এই প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘বিসিসিআই বলছে আবহাওয়ার কারণে ম্যাচ সরানো হয়েছে। আবার সুকান্ত মজুমদার বলছেন, নিরাপত্তাজনিত কারণে। দু’পক্ষের দু’রকম কথা। তাহলে সঠিক কোনটা? এবার ইডেনে আইপিএলের সাতটি ম্যাচ হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া বিসিসিআই কর্তারা আবার কবে থেকে আবহাওয়াবিদ হলেন? ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে, আমার সাতদিন আগে ছাড়া পূর্বাভাস দিই না। তাই ১-৪ জুনের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি সরকারিভাবে। আর বৃষ্টি হলেও ইডেনের নিকাশি ব্যবস্থা এতটাই উন্নত যে, আধঘণ্টার মধ্যে মাঠ শুকনো করে খেলা শুরু করা সম্ভব। তাহলে কোন যুক্তিতে ম্যাচ সরানো হল? আসলে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য। ১০০ দিনের কাজ, আবাস যোজনা ও অন্যান্য খাতে বাংলার প্রাপ্য টাকা আজও বাকি রেখেছে কেন্দ্র। এবার বাংলার ক্রীড়াপ্রেমীদেরও আইপিএল ফাইনালের রসাস্বাদন থেকে বঞ্চিত করল। যারা এটা করল, মানুষ তাদের আগামীদিনে উচিত শিক্ষা দেবে।’