শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

হাজার পয়েন্ট বাড়ল সেনসেক্স, টাকার দরে পতন অব্যাহত

‘ব্ল্যাক মানডে’র ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। সোমবার গত ১০ মাসের মধ্যে সূচকে সবচেয়ে বেশি পতনের সাক্ষী থেকেছিল দালাল স্ট্রিট।

হাজার পয়েন্ট বাড়ল সেনসেক্স, টাকার দরে  পতন অব্যাহত

মুম্বই: ‘ব্ল্যাক মানডে’র ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। সোমবার গত ১০ মাসের মধ্যে সূচকে সবচেয়ে বেশি পতনের সাক্ষী থেকেছিল দালাল স্ট্রিট। ভালুকের আঁচড়ে রক্তক্ষরণ ঘটেছিল সূচকের। কিন্তু মঙ্গলবার ষাঁড়ের গুঁতোয় তেজি ছিল ভারতের শেয়ার বাজার। এশিয়া ও ইউরোপের বাজারও এদিন সবুজ ছিল। এই উত্থানের মধ্যে বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্স ঝোড়ো ব্যাটিং শুরু করে। গত তিন দিনের পতন ঠেকিয়ে এদিন ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিনের শেষে সেনসেক্স ১,০৮৯ পয়েন্ট শক্তি জুড়ে ৭৪,২২৭.০৮ অঙ্কে থিতু হয়। উত্থানের হার ১.৪৯ শতাংশ।  শেয়ার কেনার হুড়োহুড়িতে লেনদেনের একটা সময় বিএসই সূচক ১,৭২১.৪০ পয়েন্ট বেড়ে ৭৪,৮৫৯.৩৯ অঙ্কে পৌঁছে গিয়েছিল। পিছিয়ে ছিল না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। এই সূচক ৩৭৪.২৫ পয়েন্ট বা ১.৬৯ শতাংশ লাফ দিয়ে দিনের শেষে পৌঁছেছে ২২,৫৩৬.৮৫ অঙ্কে। তবে শেয়ার সূচক বাড়লেও টাকার মূল্য কিন্তু গত তিনদিন ধরেই কমছে। মঙ্গলবার ডলারের তুলনায় টাকার দর কমেছে ৫০ পয়সা। গত তিন মাসের মধ্যে একদিনে এটাই সবচেয়ে বড় পতন। এদিন দিনের শেষে ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৮৬.২৬ টাকা। মার্কিন শুল্ক-যুদ্ধের আবহে সোমবার সেনসেক্স ২,২২৬  ও নিফটি ৭৪২.৮৫ পয়েন্ট পড়ে গিয়েছিল। সেই ক্ষতি এদিন কিছুটা পূরণ হয়েছে। বেশিরভাগ দেশই চ্যালেঞ্জ সামলে উঠতে পারবে বলে একটা আশা দানা বেঁধেছে। এর জেরে আন্তর্জাতিক বাজারের ঘুরে দাঁড়ানো ভারতের শেয়ার বাজারে ষাঁড়ের দৌড়ে গতি জুগিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।