শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

চন্দননগর খলিসানি কলেজে নারীর ক্ষমতায়ন নিয়ে সেমিনার

নারী ক্ষমতায়ন, স্বাধীনোত্তর ভারত’ শীর্ষক দু’দিনের আন্তর্জাতিক সেমিনার বৃহস্পতিবার শেষ হল চন্দননগর খলিসানি মহাবিদ্যালয়ে। সেমিনারে ৭৭ জন যোগদান করেন।

চন্দননগর খলিসানি কলেজে নারীর ক্ষমতায়ন নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘নারী ক্ষমতায়ন, স্বাধীনোত্তর ভারত’ শীর্ষক দু’দিনের আন্তর্জাতিক সেমিনার বৃহস্পতিবার শেষ হল চন্দননগর খলিসানি মহাবিদ্যালয়ে। সেমিনারে ৭৭ জন যোগদান করেন। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনলাইনের মাধ্যমে এই সেমিনারে যোগ দিয়েছিলেন। ডায়মন্ডহারবার বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কয়েকটি কলেজ রাজ্যের কলেজগুলি থেকে গবেষণা পত্র উপস্থাপিত হয়। ভারত স্বাধীন হওয়ার পর নারী ক্ষমতায়ন হয়েছে। রাজ্য তথা দেশের ভারও সামলাচ্ছেন নারীরা। সম্প্রতি অপারেশন সিন্দুর নিয়ে দেশের সেনাবাহিনীর মুখ হয়ে দেখা দিয়েছেন দু’জন মহিলা। ঘরে-বাইরে এমনকী যুদ্ধক্ষেত্রে নারীরা পিছিয়ে থাকছে না। এমন একটা সময়ে খুব প্রাসঙ্গিক এই আন্তর্জাতিক সেমিনার। খলিসানি মহাবিদ্যালয় অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় বলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে দেশ তথা বিশ্বে আলোচনা চলছে। আসলে নারীর ক্ষমতায়ন কোথায় কোথায় হয়েছে, কোথায় বাধা আছে সমস্যাগুলিই বা কী? এই বিষয়ে গবেষক, অধ্যাপক, অধ্যাপিকারা আলোকপাত করছেন। সমাধানের উপায় নিয়ে সেমিনারে দু’দিন ধরেই আলোচনা হয়। টেকনিক্যাল সেশনে ৬৫টি গবেষণাপত্র উপস্থাপিত হবে।

রাশিফল