ইংল্যান্ড সফরে সামিকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা
জুনের প্রথম সপ্তাহেই বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ড পাড়ি দেবেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। বিলেতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। প্রথম ম্যাচ ২০-২৪ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২১, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুনের প্রথম সপ্তাহেই বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ড পাড়ি দেবেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। বিলেতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। প্রথম ম্যাচ ২০-২৪ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় টেস্ট দল ঘোষণা হয়নি। ভারতীয় টেস্ট স্কোয়াডে মহম্মদ সামির জায়গা পাওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে মোটেও ফর্মে নেই তিনি। ওজন বেড়েছে। কমেছে বোলিংয়ের ধার। তবুও প্রাক্তন নির্বাচকদের একাংশ বলছেন, যেহেতু খেলা ইংল্যান্ডে, তাই সামিকে দলে রাখা দরকার। নতুন ডিউক বলে খুব ভালো সুইং করাতে পারবে ও। সেক্ষেত্রে সুবিধা হবে বুমরাহর।
এদিকে, অধিনায়ক বাছতে গিয়েই সমস্যায় পড়েছেন আগরকর অ্যান্ড কোম্পানি। তবে প্রাক্তন নির্বাচকদের একাংশ যশপ্রীত বুমরাহকে পরবর্তী টেস্ট অধিনায়ক চাইছেন। এম এস কে প্রসাদের কথায়, ‘আমি প্রধান নির্বাচকের পদে থাকলে বুমরাহকেই অধিনায়কের দায়িত্ব দিতে চাইতাম। কারণ ও পরীক্ষিত। বরং সহ-অধিনায়ক কাকে করা হবে, সেটা নিয়েই বেশি ভাবতে হতো। এক্ষেত্রে শুভমান গিল নিঃসন্দেহে ফেভারিট।’ সুনীল গাভাসকরের মতো প্রাক্তন অধিনায়কের ভোটও বুমরাহর দিকে। তাঁর যুক্তি, ‘অধিনায়কের দায়িত্ব বুমরাহর হাতে থাকলে ও নিজেকে ফিট রাখার সুযোগ পাবে। সঠিকভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে পারবে।’
গত অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার অনুপস্থিতিতে বুমরাহই নেতৃত্বের গুরুদায়িত্ব সফলভাবে সামলে ছিলেন। সেই অঙ্কেই অনেকে তারকা পেসারকে দৌড়ে এগিয়ে রাখছেন। তবে বিদেশি মিডিয়া দাবি করছে, বুমরাহ নাকি নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি নন। সেটা জেনেই বিসিসিআই কর্তারা তরুণ ক্রিকেটারের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পক্ষে। তাঁদের পরিকল্পনা মূলত দীর্ঘমেয়াদি। তাছাড়া বুমরাহ ভীষণই চোটপ্রবণ। সব ফরফ্যাটে নিয়মিত খেলার সম্ভাবনা কম। সেদিক থেকে শুভমান গিলকে অনেকেই যোগ্য বলে মনে করছেন। আইপিএলে গিলের নেতৃত্বে দুরন্ত ফর্মে গুজরাত টাইটান্স। ঠান্ডা মাথার ক্রিকেটার। অভিজ্ঞতা কম হলেও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি গিলকে নেতৃত্বের লড়াইয়ে রেখেছে দারুণভাবে। তবে এই লড়াইয়ে আন্ডারডগ ঋষভ পন্থ। অকুতোভয় এই উইকেটকিপার ব্যাটসম্যানের ফর্মে ঘাটতি স্পষ্ট। সেটাই তাঁর বিপক্ষে। তবে তিনি যেদিন ছন্দে থাকেন, সেদিন প্রতিপক্ষ দলের বোলিং খড়কুটোর মতো উড়ে যায়। কঠিন সময়েও বুক চিতিয়ে লড়াই করার বহু উদাহরণ রেখেছেন ঋষভ। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন বাঁ হাতি উইকেটরক্ষক ব্যাটার। তাই তাঁকে নিয়েও চর্চা চলছে।
tags
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025