শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

গিল-বুমরাহকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব অব্যাহত, ক্যাপ্টেন বাছাইয়ে সমস্যায় নির্বাচকরা

ইংল্যান্ড সফরের আগেই ‘জোড়া উইকেট’ হারিয়ে বেশ বিপাকে টিম ইন্ডিয়া। কারণ, রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের সিদ্ধান্ত সম্পর্কে টিম ম্যানেজমেন্ট ওয়াকিবহাল ছিল না।

গিল-বুমরাহকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব অব্যাহত, ক্যাপ্টেন বাছাইয়ে সমস্যায় নির্বাচকরা

নয়াদিল্লি: ইংল্যান্ড সফরের আগেই ‘জোড়া উইকেট’ হারিয়ে বেশ বিপাকে টিম ইন্ডিয়া। কারণ, রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের সিদ্ধান্ত সম্পর্কে টিম ম্যানেজমেন্ট ওয়াকিবহাল ছিল না। কয়েকদিন আগে কোচ গৌতম গম্ভীর এক সাক্ষাৎকারে দুই মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে এমন কী ঘটল যে রোহিত ও কোহলি চটজলদি লাল বলের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিলেন, তার উত্তর এখনও খুঁজছে ক্রিকেট মহল। রোহিত শর্মার জায়গায় পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়েও জল্পনা তুঙ্গে। যশপ্রীত বুমরাহর সঙ্গে লড়াইয়ে আছেন শুভমান গিল। তবে নির্বাচকরা শেষ পর্যন্ত কার হাতে দায়িত্ব তুলে দেবেন, সেটাই দেখার। খুব তাড়াতাড়ি ইংল্যান্ড সফরের দল ঘোষণা হবে। ভারতীয় ‘এ’ দলে কারা জায়গা পাবেন, তা নিয়েও চর্চা ক্রিকেট মহলে। 
ইংল্যান্ড সফর মানেই স্যুইংয়ের ছোবল এড়িয়ে সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ। ডিউক বল অনেক বেশি মুভ করে। তার উপর বিলেতের স্যাঁতস্যাঁতে পরিবেশে নতুন বলে প্রথম এক ঘণ্টা ক্রিজে টিকে থাকা খুবই কঠিন কাজ। বিশেষ করে উপমহাদেশের ক্রিকেটাররা এই কারণেই ইংল্যান্ডে টেস্ট খেলার আগে আতঙ্কে ভোগেন। ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই শুধু চ্যালেঞ্জ নয়, ভারতীয় দলকে ঢাকতে হবে রোহিত-কোহলির অভাবও। আর সেটাই কোচ গম্ভীরকে বেশ চাপে ফেলেছে। কারণ, দুই মহাতারকার অবসরের পিছনে তাঁর বড় ভূমিকা রয়েছে বলেই তথ্যাভিজ্ঞমহলের ধারণা। আসলে রোহিত-কোহলির বিদায়ে টেস্ট দলে আপাতত গম্ভীর-রাজ শুরু। সবাই ‘গুরুর’ আদেশ মেনে চলতে বাধ্য। দল সাফল্য পেলে গম্ভীর প্রশংসিত হবেন। ব্যর্থ হলে তাঁর চাকরি নিয়ে টানাটানি হবে, সেটা ভালোই জানেন বাঁ হাতি প্রাক্তন ওপেনার। ফলে এবারের বিলেত সফরকে তিনি প্রেস্টিজ ফাইট হিসেবেও দেখছেন। সেই কারণেই দল নিয়ে আগেভাগে ইংল্যান্ডে পৌঁছতে চাইছেন টিম ইন্ডিয়ার কোচ। 
সব কিছু ঠিক থাকলে গম্ভীর সহ বেশ কিছু ক্রিকেটার আগামী ৬ জুন ইংল্যান্ড রওনা হবেন। সাপোর্ট স্টাফদের অনেকেই বিদেশে। তাঁরা পরে দলে যোগ দেবেন। আর যে সকল ক্রিকেটার আইপিএল প্লে-অফে খেলবেন, তাঁদের কয়েকদিন বিশ্রাম দিয়ে পরে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে একই সঙ্গে ভারতীয় ‘এ’ দলকেও ইংল্যান্ডে পাঠাচ্ছে বোর্ড। মূলত ব্যাক-আপ তৈরি রাখার কৌশল। প্রয়োজনে সিনিয়র দলে কয়েকজনকে ডেকে নেওয়া হতে পারে। প্রথমে ঠিক ছিল, ২৫ মে এ দল ইংল্যান্ড যাবে। কিন্তু সেটা পিছিয়ে ৩০ মে করা হয়েছে। কারণ, জুনিয়র দলের অনেক ক্রিকেটার এবার আইপিএলে ভালো পারফর্ম করছেন। তাই তাঁদের মাঝপথে সরিয়ে নেওয়ার পক্ষপাতী নন বোর্ড কর্তারা।
ইংল্যান্ডের মাটিতে ভারত খেলবে পাঁচটি টেস্ট। প্রথম ম্যাচ লিডসে ২০-২৪ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটাররা। খুব সম্ভবত ভারতীয় ‘এ’ দলের সঙ্গে সিনিয়র দলের মধ্যে খেলাটি হবে।

ipl