বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সাইরেনের আওয়াজ, নিরাপত্তার কড়া বলয়ে ‘হাই অ্যালার্ট’ রাজধানী দিল্লিতে

আইটিও মোড়ে সিগন্যাল বন্ধ হয়েছে ৯০ সেকেন্ডের জন্য। সাদা ইনোভা গাড়ি সোজা বেরিয়ে চলে যাবে নিউদিল্লি স্টেশনের দিকে। গাড়ির মাথায় ব্যাগপত্র। হঠাৎই সাইরেনের শব্দ।

সাইরেনের আওয়াজ, নিরাপত্তার কড়া বলয়ে ‘হাই অ্যালার্ট’ রাজধানী দিল্লিতে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইটিও মোড়ে সিগন্যাল বন্ধ হয়েছে ৯০ সেকেন্ডের জন্য। সাদা ইনোভা গাড়ি সোজা বেরিয়ে চলে যাবে নিউদিল্লি স্টেশনের দিকে। গাড়ির মাথায় ব্যাগপত্র। হঠাৎই সাইরেনের শব্দ। গত দু’দিনের মধ্যে যে শব্দের সঙ্গে বেশ পরিচিত হয়ে উঠেছে দেশবাসী। গাড়ির যাত্রীরা কিছুটা দ্বিধাগ্রস্ত। কোনও বিপদ সঙ্কেত নাকি!
মেয়ের স্কুলে গ্রীষ্মাবকাশ শুরু হওয়ার মুখে। স্কুলফেরত মেয়েকে নিয়ে স্কুটিতে চাপিয়ে ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন ইন্ডিয়া গেটের সামনে। দু’জনে দু’টো আইসক্রিম নিয়ে ইন্ডিয়া গেটে ঢুঁ মারবেন। আচমকাই এগিয়ে এলেন এক পুলিসকর্মী। জানিয়ে দিলেন, স্কুটি নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকা যাবে না। নির্দিষ্ট জায়গায় পার্কিং করে ভিতরে যেতে হবে। 
রাজধানীর পারিপার্শ্বিক ছবিটা হঠাৎ করেই যেন বদলে গিয়েছে। দিল্লিজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। আচমকাই এয়ার রেইড সাইরেনের শব্দ। রেলভবন, কৃষিভবন, শাস্ত্রীভবন, নির্মাণ ভবনের মতো সরকারি বিল্ডিংগুলোর সামনে কড়া পুলিসি নিরাপত্তা। ইন্ডিয়া গেট, সংসদ ভবনের মতো ‘হাই প্রোফাইল’ জায়গায় কয়েক মিনিটের বেশি দাঁড়ালেই ধেয়ে আসছে নিরাপত্তা কর্মীদের প্রশ্নবাণ। বৃহস্পতিবার বেশি রাতে ইন্ডিয়া গেট সংলগ্ন এলাকাজুড়ে হ্যান্ড-হেল্ড মাইক্রোফোন নিয়ে ঘুরেছে পুলিস। কোনওরকম গুজবে কান না দিতে আর্জি জানানো হয়েছে। ভিড় জমতে দেওয়া হয়নি ইন্ডিয়া গেটের সামনেও। শুক্রবার সকালেই দিল্লি সরকার জানিয়ে দেয়, দুপুর তিনটের সময় আইটিওর পিডব্লুডি সদর কার্যালয়ে ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স এয়ার রেইড সাইরেন পরীক্ষা করবে। ১৫-২০ মিনিট ধরে পরীক্ষা চলবে। সাধারণ মানুষ যেন অযথা আতঙ্কিত না হয়। সেইমতো সাইরেন বেজেছে। ঘোষণার পরেও অবশ্য কিছুটা দ্বিধাগ্রস্ত দিল্লিবাসীর একাংশ। দিল্লি সরকারের পূর্তমন্ত্রী পরভেশ বর্মা বলেন, ‘যে কোনও আপৎকালীন পরিস্থিতির জন্যই এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লির বিভিন্ন বহুতলে এমন ৫০টি সাইরেন বসানো হবে। আপৎকালীন পরিস্থিতিতে সাইরেনের শব্দ শোনা যাবে ৮ কিলোমিটার পর্যন্ত। টানা পাঁচ মিনিট ধরে সাইরেন বাজবে। একটিই কম্যান্ড সেন্টার থেকে পুরো বিষয় নিয়ন্ত্রিত হবে।’ 

রাশিফল