পাতিপুকুর আন্ডারপাসের নিকাশি থেকে উদ্ধার বস্তা, তদন্তের ইঙ্গিত
পাতিপুকুর আন্ডারপাসের ভূগর্ভস্থ নিকাশি নালার ভিতর থেকে উদ্ধার বালি ও মাটির বস্তা। ম্যানহোল খুলে নিকাশির ভিতর থেকে তোলা হয়েছে গোটা দশেক বস্তা।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৭, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাতিপুকুর আন্ডারপাসের ভূগর্ভস্থ নিকাশি নালার ভিতর থেকে উদ্ধার বালি ও মাটির বস্তা। ম্যানহোল খুলে নিকাশির ভিতর থেকে তোলা হয়েছে গোটা দশেক বস্তা। সেগুলির কারণেই জল সঠিকভাবে বেরতে পারছিল না বলে মনে করছে কলকাতা পুরসভা। নালা ডিসিল্টিং করে বিপুল পলিমাটি তোলা হয়েছে। সে কাজ এখনও চলছে।
ম্যানহোলের ভিতর বস্তা কিভাবে এল, কে রাখল তা নিয়ে তদন্ত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাতিপুকুর আন্ডারপাসের নিকাশি নালা দক্ষিণ দমদম পুরসভা এলাকায়। তবে সংস্কারের কাজ করছে কলকাতা পুরসভা। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং ও বিভাগীয় আধিকারিকরা।
প্রতিবছর বৃষ্টিতে ভাসে পাতিপুকুর আন্ডারপাস। দমদম থেকে কলকাতাগামী লেনে জল জমে বাস পর্যন্ত ডুবে যায়। সস্প্রতি আন্ডারপাসের সেই ছবি হঠাৎ ভাইরাল হয় সমাজমাধ্যমে। তারপর নড়েচড়ে বসে প্রশাসন। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর অনুরোধে ওই জায়গার হাল খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিকাশি বিভাগকে দায়িত্ব দেন মেয়র। তারপর নালা থেকে পলিমাটি তুলে ড্রেন সাফ করার কাজ হয়। পাশাপাশি সেখানে থাকা কেএমডিএ’র পাম্পিং স্টেশনের ‘সাম্প’ বা কুয়ো থেকেও পলি তোলা হচ্ছে জলধারণ ক্ষমতা বাড়াতে। তারক সিং বলেন, ‘নিকাশি নালার ভিতর কোথা থেকে এত বস্তা এল, কে রাখল, তার তদন্ত হওয়া দরকার। এই বাধার জন্য জল আটকে যাচ্ছিল।’ মেয়র বলেন, ‘অনেক ক্ষেত্রে কাজ করার সময় বস্তা রাখা হতে পারে। কিন্তু কাজ শেষ হলে জায়গা ফাঁকা করে দেওয়া দরকার। তবে দেখা যায়, কনস্ট্রাকশন সাইট ক্লিয়ার করা হয় না। ইঞ্জিনিয়ারদের তা নজরে রাখা দরকার। এসওপি(নির্দেশিকা) তৈরি করা হবে। ইঞ্জিনিয়ারদের গাফিলতির কারণে ঘটেছে। কেএমডিএতে গিয়ে দেখব, কোন ইঞ্জিনিয়ারের দায়িত্ব ছিল। তা বের করা হবে। এটা অন্তর্ঘাতও হতে পারে।’ যদিও পুর কর্তৃপক্ষ জানিয়েছে, নালা ডিসিল্টিং করার পরও যদিও সমাধান না হয়, তাহলে সেখানে লিফটিং স্টেশন তৈরি করে পৃথক একটি পাইপলাইন বসিয়ে আন্ডারপাসের নিকাশির জল খালে নিয়ে যাওয়া হতে পারে।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025