ওয়াংখেড়েতে রোহিতের নামে স্ট্যান্ড
বছরের গোড়ায় সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে খেলেননি রোহিত শর্মা। ওই সিরিজে পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেছিলেন তিনি।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৭, ২০২৫
নয়াদিল্লি: বছরের গোড়ায় সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে খেলেননি রোহিত শর্মা। ওই সিরিজে পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেছিলেন তিনি। ফর্মে না থাকার জন্য সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন মুম্বইকর। তাঁর এই ‘নিঃস্বার্থ’ সিদ্ধান্ত সেই সময় প্রশংসিত হয়েছিল। তবে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী একেবারেই সহমত নন এই সিদ্ধান্তের সঙ্গে। আইসিসি রিভিউ’র সর্বশেষ সংস্করণে তিনি বলেছেন, ‘আইপিএলের কোনও একটা ম্যাচে টস হওয়ার পর রোহিতের সঙ্গে কথা বলেছিলাম। ওর কাঁধে হাত রেখে বলি যে, আমি কোচ থাকলে ওই টেস্টে কিছুতেই বাইরে রাখতাম না। তখনও সিরিজে আমরা পরাজিত হইনি। অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। ওই সময়টা ক্যাপ্টেনের বসে যাওয়া ঠিক নয়।’ পরিষ্কার, কোচ গৌতম গম্ভীরকে খোঁচা দিয়েছেন তিনি।
ধারাভাষ্যকার হিসেবেও প্রশংসিত শাস্ত্রী আরও বলেন, ‘সিডনি টেস্টে ৩০-৪০ রানও গুরুত্বপূর্ণ ছিল। ওই টেস্টের পিচ এতটাই চ্যালেঞ্জের ছিল যে রোহিত অল্প কিছু রান করলেও তা প্রভাব ফেলত ম্যাচে। ভুললে চলবে না, যেমন ফর্মেই থাকুক না কেন, ও ম্যাচ-উইনার। রোহিত যদি ক্রিজে গিয়ে পরিস্থিতি বুঝে কন্ডিশন অনুসারে শুরুতে এমনকী ৩৫ রানও করত, তাহলেও ম্যাচের চেহারা বদলাতে পারত। কে বলতে পারে, সিরিজ হয়তো ড্র হয়ে যেতেও পারত। তবে বিভিন্ন কোচের বিভিন্ন চিন্তাভাবনা থাকে। আমি কোচ হলে রোহিতকে খেলাতামই। এই কথাটা এতদিন ধরে আমার মনের মধ্যে ছিল। রোহিতকে সেটা জানাতে পেরে স্বস্তি পেয়েছিলাম।’
এদিকে, ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটা স্ট্যান্ড শুক্রবার রোহিতের নামে ঘোষিত হল। পরিবার ছাড়াও সেখানে উপস্থিতি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স টিমে তাঁর সতীর্থরা। সেই প্রসঙ্গে রোহিত বলেন, ‘কখনও স্বপ্নেও এটা ভাবিনি। আমরা বিভিন্ন মাইলস্টোন অর্জনের জন্য চেষ্টা করি। কিন্তু এটা সত্যিই স্পেশাল। ওয়াংখেড়ে হল ঐতিহ্যবাহী মাঠ। এই স্টেডিয়ামের সঙ্গে অজস্র স্মৃতি জড়িত। গ্রেটদের সঙ্গে আমার নামও জড়িত হওয়ার এই অনন্য অনুভূতি ভাষায় প্রকাশ করা মুশকিল। ২১ মে এখানে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার সময় অদ্ভুত রোমাঞ্চ হবে। দেশের হয়ে এখানে খেলার সময়ও তা টের পাব।’ উল্লেখ্য, টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত। খেলবেন শুধু ওয়ান ডে ফরম্যাটে।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 24, 2025
অমৃত কথা
-
আদর্শ
- post_by বর্তমান
- জুন 24, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 24, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুন 24, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 24, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 24, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 24, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 24, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 24, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 24, 2025