কোহলির ব্যাগ থেকে 'চুপিচুপি' এই জিনিস বার করে নিলেন আরসিবির ১৯ বছরের ব্যাটার, হতবাক পুরো টিম!
আইপিএল-এর ১৮তম সিজনটি দুর্দান্ত ভাবে শুরু করেছে আরসিবি। ইডেন গার্ডেন্সে কেকেআর-কে হারিয়ে ২ পয়েন্ট নিজেদের পকেটে পুরেছে বেঙ্গালুরু। আর এই ম্যাচ জয়ের পরেই আরসিবির ড্রেসিং রুমে এমন একটি কাণ্ড ঘটেছে, যা দেখে হতবাক পুরো টিমই।

বেঙ্গালুরু: আইপিএল-এর ১৮তম সিজনটি দুর্দান্ত ভাবে শুরু করেছে আরসিবি। ইডেন গার্ডেন্সে কেকেআর-কে হারিয়ে ২ পয়েন্ট নিজেদের পকেটে পুরেছে টিম বেঙ্গালুরু। আর এই ম্যাচ জয়ের পরেই আরসিবির ড্রেসিং রুমে এমন একটি কাণ্ড ঘটেছে, যা দেখে হতবাক পুরো টিমই। আসলে বিরাট কোহলির অনুমতি না নিয়েই, তাঁর ব্যাগ থেকে একটি জিনিস বার করে নেন দলেরই এক তরুণ ব্যাটার। যা নিয়ে আরসিবি শিবিরে আলোচনা শুরু হয়।
আসলে কোহলির ব্যাগ থেকে একটি পারফিউম বের করে নেন আরসিবি দলের নতুন সদস্য, ১৯ বছরের স্বস্তিক চিকারা। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস দিয়ে এবছরই তাঁকে দলে নিয়েছে বেঙ্গালুরু। কিন্তু তাঁর 'সাহস' দেখে হতভম্ব টিমের অন্য সদস্যরা। সে শুধু পারফিউম বার করেই ক্ষান্ত থাকেনি। ইচ্ছে মতো নিজে ব্যবহারও করেছে। জানা গিয়েছে, চিকারা যখন এই কাণ্ড ঘটান, তখন কোহলি-সহ বাকি সদস্যরাও ড্রেসিংরুমেই ছিলেন। কোহলির কাছ থেকে অনুমতি না নিয়ে, তাঁর ব্যাগ খুলে পারফিউম বার করতেই হতভম্ব হয়ে যান দলের অন্য সদস্যরা।
যশ দয়াল সম্প্রতি ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, "কলকাতায় ম্যাচের পর আমরা ড্রেসিংরুমে বসে ছিলাম। এরমধ্যেই স্বস্তিক বিরাট ভাইয়ের ব্যাগ থেকে পারফিউম বের করে নিজের উপর স্প্রে করে নেয়! বিরাট ভাইও সেখানে ছিলেন। কিন্তু তিনি কিছু বলেননি। " স্বস্তিক চিকারার এই কাণ্ডে অবাক হয়ে যান বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদারও। তিনি বলেন, " আমি ভাবছিলাম এই ছেলেটা কী করছে? বিরাট ভাই তখন সামনেই ছিল। কিন্তু স্বস্তিক কোনও ইতস্তত না করে, তাঁর ব্যাগ থেকে পারফিউম বের করে নিয়েছিল।"
তবে ঘটনার পর বোকামি বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোল করে চিকারাও। তিনি জানিয়েছেন, " বিরাট ভাই আমাদের বড় ভাই, তাই না?' আমি শুধু পরীক্ষা করছিলাম, সে কোনও বাজে পারফিউম ব্যবহার করছে না তো? কিন্তু আসলে পারফিউমটা খুব ভালো ছিল।"
swastik 😭😭😭pic.twitter.com/CnIwCWJmXZ
— ً (@manmarziiyaan) March 26, 2025
ড্রেসিংরুমের এই মজার কাণ্ডে ফুরফুরে মেজাজে রয়েছেন আরসিবি ফ্যানেরাও। তাঁরা বলছেন, এমন ছোট ছোট ঘটনা থেকেই আসলে বোঝা যায়, টিম কতটা সংঘবদ্ধ রয়েছে। বিরাট কোহলির মতো একজন আন্তর্জাতিক সুপারস্টারও সেখানে মিশছেন ১৯ বছরের এক অখ্যাত ব্যাটারের সঙ্গে। যা আশা দেখাচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের। তবে কি ১৭ বছর পর অবশেষে ঘটবে 'ই সালা কাপ নামদে?
— manmarziiyaan (@kohliluvr) March 26, 2025
related_post
অমৃত কথা
-
কৃচ্ছ্রসাধনা
- post_by বর্তমান
- এপ্রিল 21, 2025
এখনকার দর
-
রূপোর দাম (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
সোনার দাম (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
ইউরো (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
পাউন্ড (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
ডলার (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
নিফটি ৫০ (২১/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025