১ কোটির বেশি অর্থে সেজে উঠছে জেলার প্রথম অডিটোরিয়াম টিটাগড়ের রবীন্দ্রভবন
উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে পুরসভার তৈরি প্রথম অডিটোরিয়াম টিটাগড়ের রবীন্দ্রভবন। তৎকালীন চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ সাউয়ের উদ্যোগে এটি তৈরি হয়েছিল।

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে পুরসভার তৈরি প্রথম অডিটোরিয়াম টিটাগড়ের রবীন্দ্রভবন। তৎকালীন চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ সাউয়ের উদ্যোগে এটি তৈরি হয়েছিল। কিন্তু ৮০০ আসন বিশিষ্ট ওই অডিটোরিয়াম গত সাত-আট বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। রীতিমতো ভগ্নদশা তার। কার্যত পুরসভার গোডাউনে পরিণত হয়েছে। অবশেষে এবার এক কোটি টাকার বেশি খরচ করে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে সেটিকে। চলছে ডিপিআর (বিস্তারিত প্রকল্প রিপোর্ট) তৈরির কাজ। খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে।
বিধায়ক রাজ চক্রবর্তী এবং সাংসদ পার্থ ভৌমিকের তহবিলের টাকা দিয়ে ওই ভবনটিকে কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে। এছাড়া আধুনিক চেয়ার, অত্যাধুনিক সাউন্ড সিস্টেমও বসানো হবে। ইতিমধ্যে সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়াররা অডিটোরিয়ামটি ঘুরে দেখেছেন। কী করে এটিকে ফের সচল করা যায়, তার পরিকল্পনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ এবং বিধায়ক তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে। বাকি টাকা টিটাগড় পুরসভা দেবে। এছাড়া রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করা হবে। এক কোটি টাকার বেশি খরচ করে রবীন্দ্রভবনকে সংস্কার করা হবে।
মিনি ইন্ডিয়া বলে পরিচিত টিটাগড় শহরে কোনও অডিটোরিয়াম নেই। কোনও অনুষ্ঠান করতে হলে বারাকপুরের সুকান্ত সদনে যেতে হয়, না হলে যেতে হয় খড়দহের রবীন্দ্রভবনে। এই ভবন নতুন করে সেজে উঠলে এখানকার মানুষের বিরাট সুবিধা হবে। সাংসদ পার্থ ভৌমিক বলেন, আমি, রাজ চক্রবর্তী ভবনটি ঘুরে দেখেছি। এটিকে নতুন করে তৈরি করা হবে। এমপি ফান্ড থেকে ৫০ লক্ষ টাকা দিচ্ছি। বিধায়ক ফান্ড থেকেও টাকা দেওয়া হবে। খুব শীঘ্রই নবকলেবরে সেজে উঠবে জেলার প্রথম রবীন্দ্রভবন।
tags
related_post
অমৃত কথা
-
কৃচ্ছ্রসাধনা
- post_by বর্তমান
- এপ্রিল 21, 2025
এখনকার দর
-
রূপোর দাম (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
সোনার দাম (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
ইউরো (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
পাউন্ড (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
ডলার (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
নিফটি ৫০ (২১/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025