শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

চিত্রার উপস্থাপনা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একাঙ্ক নাটক ‘চিত্রা’ সম্প্রতি উপস্থাপিত হল অক্সফোর্ড বুক স্টোরে। ১৮৯২ সালে লেখা এই নাটক ইন্ডিয়ান সোসাইটি ফর লন্ডন কর্তৃক ইংরেজিতে প্রকাশিত হয় ১৯১৩ সালে।

চিত্রার উপস্থাপনা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একাঙ্ক নাটক ‘চিত্রা’ সম্প্রতি উপস্থাপিত হল অক্সফোর্ড বুক স্টোরে। ১৮৯২ সালে লেখা এই নাটক ইন্ডিয়ান সোসাইটি ফর লন্ডন কর্তৃক ইংরেজিতে প্রকাশিত হয় ১৯১৩ সালে। আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের এক ঐতিহাসিক মুহূর্তে ১৯২৪ সালে কবির ব্যক্তিগত তত্ত্বাবধানে পিকিং বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষায় এটি মঞ্চস্থ করা হয়। নানা মহল থেকে প্রশংসা পেয়েছিল সেই উপস্থাপনা। মহাভারতের একটি পর্ব থেকে অনুপ্রাণিত এই নাটকটি মণিপুরের রাজা চিত্রাবাহনের একমাত্র কন্যা চিত্রাকে কেন্দ্র করে রচিত। সমাজ, ইতিহাসের মেলবন্ধনে চিত্রার জীবনের নানা পর্যায় উঠে আসে কবির লেখনীতে। পরবর্তীকালে এই নাটকটি নৃত্যনাট্য‘ চিত্রাঙ্গদা’ রূপে দেখা দেয়। নানা ভাবে তার প্রয়োগ, উপস্থাপনা দেখেছেন দর্শক। সেদিনের অনুষ্ঠানে নাট্যপাঠের মাধ্যমে ‘চিত্রা’ এবং ‘অর্জুন’কে প্রাণবন্ত করে তোলেন ঈপ্সিতা গঙ্গোপাধ্যায় ও কোরক বসু। চমৎকার তাঁদের উচ্চারণ। রীনা দোলন বন্দ্যোপাধ্যায় ও প্রদীপ দত্তের সুমধুর কণ্ঠে গাওয়া ‘বধূ কোন আলো’, ‘রোদন ভরা এ বসন্ত’-র মতো গানে সমৃদ্ধ নাটকটি সুপরিবেশনায় উপভোগ্য হয়ে ওঠে। 
কলি ঘোষ

রাশিফল