শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

লিওয়ানডস্কির বিদ্রোহের জের, পদত্যাগ করলেন পোল্যান্ড কোচ মিশেল প্রোবিয়েরজ

জাতীয় দলের অধিনায়ক তিনি। দেশের জার্সিতে খেলেছেন সর্বাধিক ম্যাচ। সবচেয়ে বেশি গোলও তাঁর ঝুলিতে। অথচ সেই রবার্ট লিওয়ানডস্কিকে সরিয়েই বিশ্বকাপের বাছাই বাছাই পর্বে নতুন অধিনায়ক বেছে নিয়েছিলেন পোল্যান্ডের কোচ মিশেল প্রোবিয়েরজ।

লিওয়ানডস্কির বিদ্রোহের জের, পদত্যাগ করলেন পোল্যান্ড কোচ মিশেল প্রোবিয়েরজ

ওয়ারশ: জাতীয় দলের অধিনায়ক তিনি। দেশের জার্সিতে খেলেছেন সর্বাধিক ম্যাচ। সবচেয়ে বেশি গোলও তাঁর ঝুলিতে। অথচ সেই রবার্ট লিওয়ানডস্কিকে সরিয়েই বিশ্বকাপের বাছাই বাছাই পর্বে নতুন অধিনায়ক বেছে নিয়েছিলেন পোল্যান্ডের কোচ মিশেল প্রোবিয়েরজ। তারপরই জাতীয় কোচের বিরুদ্ধে বিদ্রোহের পথে হাঁটেন বার্সা তারকা। লিওয়ানডস্কি সাফ জানিয়ে দেন, প্রোবিয়েরজ দায়িত্বে থাকাকালীন আর দেশের জার্সি গায়ে চাপাবেন না তিনি। আর তাতেই আশান্তির সৃষ্টি হয় পোল্যান্ড ফুটবলে। প্রভাব পড়ে পারফরম্যান্সে। বিশ্বকাপের বাছাই পর্বে ফিনল্যান্ডের কাছে ১-২ গোলে হারে তারা। এরপরই কোচের পদ থেকে ইস্তফা দিলেন প্রোবিয়েরজ। পোলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জাতীয় দলের পদ থেকে আমি সরে দাঁ‌ড়াচ্ছি। কোনওরকম ব্যক্তিগত আক্রোশের কারণে দল ক্ষতিগ্রস্ত হোক, তা চাইব না।’ পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেজারি কুলেৎজা জানিয়েছেন, ‘আমরা কোচকে সবরকম স্বাধীনতা দিয়েছিলাম। তবে তার পরিবর্তে তিনি রেজাল্ট দিতে ব্যর্থ।’ প্রোবিয়েরজের পদত্যাগের পর দ্রুত জাতীয় কোচ বেছে নেওয়াই করাই লক্ষ্য পোল্যান্ডের।

রাশিফল