ভারতের কাছে হারের ভয়ে যুদ্ধবিরতি, স্বীকার পাক উপ প্রধানমন্ত্রী ইশক দারের
অপারেশন সিন্দুর চলাকালীন রাতে হঠাৎই আমাদের দুই গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত। আর কোনও উপায় ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়েই যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিল পাকিস্তান।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২১, ২০২৫
ইসলামাবাদ: অপারেশন সিন্দুর চলাকালীন রাতে হঠাৎই আমাদের দুই গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত। আর কোনও উপায় ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়েই যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিল পাকিস্তান। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এহেন স্বীকারোক্তি স্বয়ং পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশক দারের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা নাকি পরমাণু যুদ্ধের শঙ্কা? হঠাৎ যুদ্ধবিরতি কেন? ১০ মে বিকেলে আচমকা যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছিল। একাধিক ভুয়ো দাবিকে ঢাল করে নিজেদের ‘জয়ের গল্প’ প্রচার করতেও শুরু করে দিয়েছিল পাকিস্তানের শীর্ষ কর্তারা। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজেদের অসহায়তা ও আত্মসমর্পণের কথা মেনে নিলেন শাহবাজের ডেপুটি।
সাক্ষাৎকারে ইশক দার বলেন, ‘অপারেশন সিন্দুর শুরু হওয়ার পর তড়িঘড়ি প্রস্তুতি নিতে শুরু করি আমরা। প্রধানমন্ত্রী দেশের সেনার হাতে যাবতীয় ক্ষমতা দেন। আমরা কীভাবে পাল্টা জবাব দেব, তা নিয়েও আলোচনা হয়ে গিয়েছিল। ভোর চারটার পর আমরা হামলা শুরু করব ঠিক করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই অর্থাৎ রাত আড়াইটের দিকে আমাদের নুর খান ও শোরকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত। পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই সেনাঘাঁটি। পরিস্থিতি বেগতিক দেখে সেদিন আমেরিকা ও সৌদি আরবের দ্বারস্থ হতে বাধ্য হয়েছিল ইসলামাবাদ। ওইরাতে ভারতের হামলার ৪৫ মিনিটের মধ্যেই সৌদির প্রিন্স ফয়জল আমাকে ফোন করেছিলেন। জানান, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে আমার কথোপকথন সম্পর্কে তিনি জানতে পেরেছেন। আমায় জিজ্ঞাসা করেন, বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করবেন? তাঁকে যুদ্ধবিরতির কথা জানাবেন? আমি দ্রুত সম্মতি জানাই। পরে সৌদি প্রিন্স জানান, তিনি জয়শঙ্করের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন।’ পাক উপ প্রধানমন্ত্রীর এই স্বীকারোক্তি স্পষ্ট করে দিয়েছে ভারতের প্রত্যাঘাতে ভেঙে পড়েছিল পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা। আর এর জেরেই অসহায়ের মতো আত্মসমর্পণ।
tags
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025