শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

নয়া প্রযুক্তির গাড়ি মেরামতি প্রশিক্ষণে সরকারি কর্মশালা

সময়ের সঙ্গে সঙ্গে চার চাকা কিংবা দু’চাকার গাড়ির প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে। বদলেছে জ্বালানির ধরন। পেট্রল, ডিজেল ছাড়াও বিকল্প হিসেবে সিএনজি, বিদ্যুৎচালিত গাড়ি এসেছে বাজারে।

নয়া প্রযুক্তির গাড়ি  মেরামতি প্রশিক্ষণে  সরকারি কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে চার চাকা কিংবা দু’চাকার গাড়ির প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে। বদলেছে জ্বালানির ধরন। পেট্রল, ডিজেল ছাড়াও বিকল্প হিসেবে সিএনজি, বিদ্যুৎচালিত গাড়ি এসেছে বাজারে। কিন্তু, গাড়ির মান ও প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে পারছেন না গ্যারাজ ও তার শ্রমিকরা। তাঁদেরকে এই সমস্ত গাড়ির মেরামতির জন্য দক্ষ করে তুলতে উদ্যোগী হল রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয় একটি বিশেষ কর্মশালা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন প্রান্তে থাকা ৫০০-র বেশি গ্যারাজ মালিক ও কর্মীরা। তাঁদের প্রশিক্ষণ দেওয়ার যৌথ উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহণ, কারিগরি শিক্ষা, শ্রম দপ্তর। উল্লেখ্য, রাজ্যজুড়ে ২৫০০ হাজারের বেশি গ্যারাজ রয়েছে। তাদের কর্মচারীদের রাজ্য সরকার উৎকর্ষ বাংলা অধীনে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি সূত্রের দাবি, তাঁদের সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে আনা হবে। পিএফের অধীনে নিয়ে আসা হবে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘সেফ ড্রাইভ ও সেভ লাইফ প্রকল্পকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিগত উন্নত গাড়ির মেরামতির ক্ষেত্রে অনেক খামতি রয়েছে। তাতে উন্নতির জন্য এদিন প্রথম কর্মশালা করা হল। আগামীতে বিভিন্ন জেলাতেও একই উদ্যোগ নেবে রাজ্য সরকার’।