সোমবার, 28 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বৃহস্পতিবার সুপার কাপের প্রস্তুতি শুরু মোহন বাগানের

আলোর রোশনাই আর সানাইয়ের সুরে ঝলমলে মোহন বাগান ক্লাব তাঁবু। ডাবল সেলিব্রেশন বলে কথা।  সেই উৎসবে বাড়তি মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বৃহস্পতিবার সুপার কাপের প্রস্তুতি শুরু মোহন বাগানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলোর রোশনাই আর সানাইয়ের সুরে ঝলমলে মোহন বাগান ক্লাব তাঁবু। ডাবল সেলিব্রেশন বলে কথা।  সেই উৎসবে বাড়তি মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গোটা দলকে শুভেচ্ছো জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। বারপুজোর আগে মুখ্যমন্ত্রীর বার্তায় সবুজ-মেরুন উৎসব আরও জমকালো। শুভেচ্ছাবার্তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন দেবাশিস দত্ত। মঙ্গলবার সকাল ৯টায় বারপুজো দিয়ে শুরু অনুষ্ঠান। এরপর প্রয়াত ফুটবলার করুণাশঙ্কর ভট্টাচার্যের লেখা একটি বই প্রকাশিত হবে।  সব শেষে সঙ্গীতানুষ্ঠান। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবশ্যই জোড়া ট্রফি। রবিবারই ক্লাবের তরফ থেকে জানানো হয়েছিল, লিগ-শিল্ড ও কাপ থাকবে তাঁবুতে। বাড়তি পাওনা হকির শিরোপা। তাই জমজমাট আড্ডা ওর ভুরিভোজের সঙ্গে ট্রফি সাথে ফ্রেমবন্দি হওয়ার হিড়িক তো থাকবেই। 
এদিকে, ১৭ এপ্রিল সুপার কাপের প্রস্তুতি শুরু করতে চলেছে মোহন বাগান। সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে নক-আউট প্রতিযোগিতায় মাঠে নামতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। ইতিমধ্যেই কোচ হোসে মোলিনা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। ভুবনেশ্বরে প্রখর দাবদাহে খেলতে হবে ম্যাচ। তার উপর গোটা মরশুমে উজাড় করে দিয়ে লিস্টন, মনবীর, ম্যাকলারেনরা ক্লান্ত। ইতিমধ্যেই এএফসির ছাড়পত্র পেয়ে যাওয়ায় সুপার কাপ নিয়ে বিকল্প ভাবনা ম্যানেজমেন্টের। একমাত্র বিদেশি হিসাবে ডিফেন্ডার নুনো রেইসকে নথিভুক্ত করানো হচ্ছে।   বৃহস্পতিবার কোচের সঙ্গে ফের বৈঠক সারবে ম্যানেজমেন্ট। এদিকে, সুপার কাপ থেকেই ইতিমধ্যেই দল তুলে নিয়েছে চার্চিল ব্রাদার্স। প্রথম ম্যাচে মোহন বাগানের প্রতিপক্ষ ছিল গোয়ার এই দল। ফলে বেজায় ফাঁপরে ফেডারেশন। মঙ্গলবার বৈঠকে বসছেন কর্তারা। চার্চিলের বদলে আই লিগের অন্য কোনও দলকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। একান্তই সম্ভব না হলে প্রথম ম্যাচে ওয়াকওভার পাবে মোহন বাগান। পাশাপাশি নতুন মরশুমে আরও শক্তিশালী দল গড়তে মাঠে নেমেছে ম্যানেজমেন্ট। লেফট উইং ব্যাকে বেঙ্গালুরু এফসি’র রোশন সিংয়ের দিকে নজর রয়েছে। জাতীয় দলের এই ফুটবলার চলতি আইএসএলে ভালোই নজর কেড়েছেন।