মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কমল সর্বোচ্চ তাপমাত্রা, কলকাতায় কখন আসছে বৃষ্টি?

অবশেষে শহর কলকাতায় কালবৈশাখীর প্রভাব দেখা যাচ্ছে। বিকেলের পর থেকেই ঝোড়ো হাওয়ার দাপটে কমছে তাপমাত্রা। গত কয়েকদিনের মধ্যে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সবচেয়ে কম।

কমল সর্বোচ্চ তাপমাত্রা, কলকাতায় কখন আসছে বৃষ্টি?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে শহর কলকাতায় কালবৈশাখীর প্রভাব দেখা যাচ্ছে। বিকেলের পর থেকেই ঝোড়ো হাওয়ার দাপটে কমছে তাপমাত্রা। গত কয়েকদিনের মধ্যে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সবচেয়ে কম। আজ, সোমবারও সেই অবস্থাই বজায় থাকতে পারে। আজ সকালের দিকে শহরের আকাশ রয়েছে আংশিক মেঘলা। আবার বিকেলের পর বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৪ ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় সামান্য কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ০১৭.০০ মিমি।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। উত্তরপ্রদেশের পূর্ব অংশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখানে থেকে নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। তার সঙ্গে বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি  ও বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করার জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে রাজ্যজুড়ে। এই কারণেই আপাতত রাজ্যে বৃষ্টি চলবে। যার ফলে কমবে তাপমাত্রাও।